Aajker Rashifal 30 November: আজ শনিবার! ক্যালেন্ডারে বলছে নভেম্বরের ৩০ তারিখ। এদিন শনি দেবের আশীর্বাদে কবল বদলে যাবে এসব রাশির। সঙ্গে থাকছে ষ রাজ যোগ! যার ফলে সমস্যার অবসান হয়ে জীবনে মধুরতা আসতে চলেছে। তবে কিছু কিছু রাশিতে রয়েছে সমস্যার যোগও। চলুন জেনে নিই আজকের রাশিফল!
মেষ: আজ পেশাগত জীবনে সাফল্য আসবে। ভালো ফল পাবেন। শিক্ষার্থীদের কর্মজীবনে সফলতা আসবে। নতুন কাজের জন্য আজকের দিনটি শুভ। সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে তবে কথার মাধ্যমে সমস্যা মিটবে।
বৃষ: কাজে মনোযোগ বাড়াতে হবে। বিতর্ক এড়িয়ে চলুন। আর্থিক উন্নতি হবে আজ। নতুন করে বিনিয়োগ করতে পারেন। কথার মাধ্যমে সমস্যা মেটানো যাবে। সুখ শান্তি থাকবে।
মিথুন: আজ পরিশ্রমের ফল পাবেন। আজ কাজের প্রশংসা পাবেন। শেয়ার বাজারের বিনিয়োগে লাভ আসবে। লক্ষ্যে অবিচল থাকুন। অবিবাহিতদের বিয়ে স্থির হিতে পারে। ভ্রমণের সুযোগ আসতে পারে। জীবনে নতুন প্রেম আসতে পারে।
কর্কট: অতিথি আগমন হবে। অফিসে কাজের চাপ থাকবে। বিনিয়োগের ভালো রিটার্ন আসবে। শিক্ষামূলক কাজে ভালো ফল আসবে। স্বাস্থ্যের নজর রাখুন। খাবার বুঝে খান। প্রেম ভালো যাবে।
সিংহ: আজ খরচ বাড়বে। আয়ের নতুন পথ খুঁজে নিতে হবে। দুঃখ দুর্দশা থাকবে। পরিবারের সমস্যা কথা বলে মিটিয়ে নিন। রাগ ত্যাগ করুন। টাকার লেনদেন না করাই শ্রেয়। প্রেম আরও রোমান্টিক হবে।
কন্যা: আজ পেশাগত জীবনে প্রশংসা পাবেন। আর্থিক সিদ্ধান্তগুলো উপকারী প্রমাণিত হবে। সম্মান বাড়বে। বন্ধুদের সাথে ছুটির পরিকল্পনায় দেরি হতে পারে। সম্পর্কে অহংকার আসতে দেবেন না। যোগব্যায়াম করুন।
বৃশ্চিক: আজ আর্থিক ভাবে উপকৃত হবেন। আর্থিক শক্তি বাড়বে। খ্যাতি আসবে। আটকে থাকা কোনো কাজ আজ শেষ হবে। প্রিয়জনদের সাথে ভালো সময় কাটবে। কাজের জন্য বাইরে ভ্রমণ হতে পারে।
ধনু: আজ খরচ বাড়বে। মনের অশান্তি বাড়বে। অংশীদারি ব্যবসায় সাবধানতা রাখতে হবে। আর্থিক ক্ষতির হবে নইলে। শত্রুর ষড়যন্ত্র ব্যর্থ হবে।
মকর: আজ দিনটি শুভ এবং ব্যবসায় লাভ আসবে। সফলতা আসবে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। ব্যবসা পরিবর্তনের ইচ্ছে থাকলে চেষ্টা করতে পারেন।
কুম্ভ: আজ কোনো কাজে প্রচুর দৌড়াদৌড়ি হবে। খরচ বাড়বে। সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকতে হবে। আইনি দিক গুলি বিচার করে নিন। পরিবারে সকলের স্বাস্থ্য ভালো থাকবে। অর্থ আসবে।
মীন: আজ কর্মজীবন সোনায় সোহাগা হবে। কাজের জন্য ভ্রমণও হতে পারে। ব্যবসায় ধারাবাহিক উন্নতিতে মনে আনন্দ থাকবে। সমস্ত কাজে আজ সফলতা আসবে।