লেটেস্ট খবর বিনোদন অফবিট রাশিফল পশ্চিমবঙ্গ ভারত খেলা চাকরি টাকা পয়সা টেক আবহাওয়া পলিসি

Aadhar-PAN Link:১লা এপ্রিল থেকে আধার-প্যান লিংক না করলে বন্ধ হবে লেনদেন! শেয়ার, ব্যাঙ্ক, বেতন—সবকিছুতে বড় ধাক্কা!

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Aadhar-PAN Link: আর মাত্র কয়েকদিন, তারপরই শুরু হবে নতুন আর্থিক বছর (Financial Year)। নতুন অর্থবর্ষের শুরুতেই একাধিক পরিবর্তন আসতে চলেছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেন (Financial Transactions) এবং বিনিয়োগের (Investment) ওপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে আধার (Aadhaar) এবং প্যান (PAN) লিংকের ক্ষেত্রে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার। দীর্ঘদিন ধরেই এই দুই নথি সংযুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হলেও, অনেকেই এখনও তা করেননি। এবার তাদের জন্য বড় দুঃসংবাদ আসতে চলেছে।

Aadhaar-PAN Link না করলে কী হতে পারে?

সরকারের তরফ থেকে বহুবার আধার-প্যান লিংক (Aadhaar-PAN Link) করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এবার আর সময় দেওয়া হবে না। যে সকল নাগরিক ১লা এপ্রিলের (April 1) মধ্যে আধার-প্যান লিংক করবেন না, তাদের একাধিক সুবিধা বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, পরে লিংক করতে গেলেও জরিমানা (Penalty) গুনতে হবে। এখনো যদি আপনি এই সংযুক্তিকরণ না করে থাকেন, তাহলে আপনার বিনিয়োগ থেকে আয় বন্ধ হয়ে যেতে পারে, এমনকি টিডিএস (TDS) কাটা বৃদ্ধি পেতে পারে। তবে এখানেই শেষ নয়, আর্থিক লেনদেনের ক্ষেত্রেও আসতে পারে বড় বাধা।

নতুন নিয়মে কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার

সরকারের নয়া নিয়ম অনুযায়ী, যদি ১লা এপ্রিলের মধ্যে আধার-প্যান লিংক না করা হয়, তাহলে ব্যাংক লেনদেন (Bank Transactions) সহ শেয়ার মার্কেট (Stock Market) এবং মিউচুয়াল ফান্ড (Mutual Fund) সংক্রান্ত একাধিক সুবিধা বন্ধ হয়ে যাবে। বিশেষ করে, শেয়ারে (Share Market) বিনিয়োগ করা ব্যক্তিদের জন্য এটি বড় ধাক্কা হতে পারে, কারণ লিংক না থাকলে ডিভিডেন্ড (Dividend) পাওয়া যাবে না। পাশাপাশি, Form 26AS-এর অধীনে কোনো কর ছাড় (Tax Credit) পাওয়া যাবে না, যা প্রত্যক্ষ করের (Direct Tax) ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে।

UPI এবং SEBI-র নতুন নিয়ম জানুন

 

শুধু আধার-প্যান (Aadhar-PAN Link) লিংক নয়, ১লা এপ্রিল থেকে UPI (Unified Payments Interface) এবং SEBI (Securities and Exchange Board of India)-র কিছু গুরুত্বপূর্ণ নিয়মেও পরিবর্তন আসতে চলেছে। দীর্ঘদিন ধরে ব্যবহৃত না হওয়া UPI ID স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে এবং একবার বন্ধ হয়ে গেলে তা পুনরুদ্ধার (Recover) করা যাবে না। অন্যদিকে, যাদের ডিম্যাট অ্যাকাউন্ট (Demat Account) বা মিউচুয়াল ফান্ড (Mutual Fund) রয়েছে, তাদের নতুন করে KYC (Know Your Customer) আপডেট করতে হবে। নমিনির (Nominee) নাম ও অন্যান্য তথ্য না দিলে সেই অ্যাকাউন্টও নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।

শেষ মুহূর্তের প্রস্তুতি নিন, নাহলে বিপদ 

যাঁরা এখনও আধার-প্যান লিংক (Aadhar-PAN Link) করেননি, তাদের জন্য এটি শেষ সুযোগ। ১লা এপ্রিলের পর লিংক করতে হলে ১০০০ টাকা জরিমানা (Penalty) দিতে হবে, যা একেবারেই অনাবশ্যক খরচ। তাই আর দেরি না করে দ্রুত নিজের আধার-প্যান সংযুক্ত করুন এবং অন্য যেকোনো প্রয়োজনীয় আর্থিক কাজ সম্পন্ন করে ফেলুন, যাতে নতুন নিয়ম কার্যকর হওয়ার পর কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়।

আরও পড়ুন। 8th pay commission: আইনবিভাগ থেকে PSU নতুন পে কমিশনে এই সকল কর্মচারীদের বাড়বে না বেতন! কিন্তু কেন? জানুন বিস্তারিত 

About Author