লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Rahul-Prosenjit-Anirban: নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে, পুজোতে প্রসেনজিৎ অনির্বাণ এর ছবি মুক্তি নিয়ে ধোঁয়াশা

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Rahul-Prosenjit-Anirban: কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছিল এ বছর পূজোয় আবার দশম অবতারের মতোই ফিরতে চলেছে প্রসেনজিৎ অনির্বাণের জুটি। পরিচালনার দায়িত্বে থাকছেন রাহুল মুখোপাধ্যায়। আর প্রযোজনার দায়িত্বে রয়েছে SVF। তবে পরিস্থিতি অন্য কথা বলছে, যে দিকে জল গড়িয়েছে তাতে থেকে মনে হচ্ছে না এই পুজোতে সিনেমা হলে আর এই ছবি মুক্তি পাবে বলে।

আসল ঘটনা কি?

পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ তুলেছে FCTWEI। আর সেই কারণেই তাঁকে ফেডারেশনের তরফে কর্মবিরতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাও তিন মাসের জন্য যা ২০ জুলাই থেকে বহাল থাকবে ১৯ অক্টোবর পর্যন্ত।

আর পুজো শুরু অক্টোবরের ৯ তারিখ থেকে। তাই পুজোতে সিনেমা হলে এই ছবি মুক্তি পাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ২২শে জুলাই থেকে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শুটিং না হলে ছবি মুক্তি পাবে কবে? এবারে দেখার অপেক্ষা কোনো সমাধানের মাধ্যমে এই জটিলতা কাটানো যায় কি না।

এখনও পর্যন্ত ঠিক হয়নি রাহুল মুখোপাধ্যায়ের এই আসন্ন ছবিটির নাম। তবে জানা গিয়েছে সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য ছাড়াও থাকবেন অপরাজিতা আঢ্য, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, প্রমুখ। ছবির শুভ মহরত অনুষ্ঠিত হয়ে গিয়েছে। এবারে শুধু সেই সমস্যার সমাধানের পালা যদি সমস্যার সমাধান করা যায় তাহলে আগামী পুজোতে হলে মুক্তি পাবে এই ছবি।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Iman Chakraborty: ‘অনেকক্ষেত্রে বেশ কিছু সময় লেগে যায়’, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কি ইঙ্গিত দিলেন ইমন?

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।