লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Sealdah Local Trains Cancellation Update: ২১ শে জুলাই শিয়ালদহ ডিভিশনে একাধিক লোকাল ট্রেন বাতিল? মুখ খুললেন রেল কর্তৃপক্ষ!

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Sealdah Local Trains Cancellation Update: সম্প্রতি দাবি করা হয়েছিল শনি ও রবিবার অর্থাৎ ২০ ও ২১শে জুলাই রক্ষণাবেক্ষণের জন্য শিয়ালদহ ডিভিশনে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে পূর্ব রেলের তরফে। তবে এর পরই তৃণমূলের তরফে এর ঘোর বিরোধিতা করা হয়। কারণ ২১শে জুলাই তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ উপলক্ষে শহরতলি ও দক্ষিণবঙ্গের বহু জেলা থেকে তৃণমূল সমর্থকরা কলকাতায় আসবেন। আর ট্রেন বাতিল থাকলে সমস্যায় পড়তে হবে তাঁদের। এমতাবস্থায় ট্রেন বাতিলের ঘটনাকে নিছক চক্রান্ত বলে অভিযোগ জানিয়েছেন কুণাল ঘোষ। এরপরই ট্রেন বাতিল নিয়ে মুখ খুলেছে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক।

এর আগে শুক্রবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসে। সেখানে দাবি করা হয় শনি ও রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে পূর্ব রেলের তরফে। ভাইরাল বিজ্ঞপ্তি অনুসারে, শনিবার একজোড়া করে নৈহাটি-ব্যান্ডেল, শিয়ালদহ-শান্তিপুর, শিয়ালদা-রানাঘাট লোকাল এবং কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকাল বাতিল করা হয়েছে। রবিবার নৈহাটি-ব্যান্ডেল লোকাল, শিয়ালদা-কৃষ্ণনগর লোকাল, শিয়ালদা-শান্তিপুর লোকাল, শিয়ালদা-রানাঘাট লোকাল, নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল, শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল, রানাঘাট-নৈহাটি লোকাল বাতিল করা হয়েছে।

অন্যদিকে রবিবার, ২১ জুলাই শহরতলি এবং নদিয়া, উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গা থেকে ধর্মতলায় পৌঁছতে তৃণমূল সমর্থকরা শিয়ালদা শাখার লোকাল ট্রেনে ধরবেন বলেই ঠিক করে রেখেছিলেন। এমতাবস্থায় গুরুত্বপূর্ণ সব রুটে পূর্ব রেলের লোকাল ট্রেন বাতিল করা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এরপরই এই নিয়ে মুখ খোলে রেল কর্তৃপক্ষ।

ট্রেন বাতিলের প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছিলেন, ‘রবিবার ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের সমাবেশ রয়েছে। সমাবেশে বিঘ্ন ঘটাতে পরের পর ট্রেন বাতিলের খবর আসছে, তালিকা দীর্ঘ। এই চক্রান্তের তীব্র নিন্দা করছি, এভাবে তৃণমূলকে থামানো যাবে না।’

WhatsApp Group Join Now

এর প্লাটা উত্তরে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে ব্লকের জন্য ২০ ও ২১ জুলাই ট্রেন বাতিল করা হয়েছে বলে যে খবর ছড়িয়েছে, তা মিথ্যে। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে কোনও ট্রেনকে শনিবার এবং রবিবার বাতিল করা হবে না। প্রতি রবিবার যেমন পরিষেবা থাকে তেমনই থাকবে। কোথাও একটা ভুল বার্তা গিয়েছে। সেটা সত্য নয়। সাধারণ মানুষ ২০ এবং ২১ তারিখ অন্যান্য দিনের মতোই নিজেদের সূচি অনুযায়ী যাতায়াত করতে পারবেন।’

আরও পড়ুন: BSNL Recharge Plan: সামান্য কিছু খরচ করেই পেয়ে যাবেন 320Gb ডেটা! BSNL- এর নতুন প্ল্যান দশ গোল দেবে Jio, Airtel-কে

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।