প্রচণ্ড গরমে (Heatwave) জেরবার দক্ষিণবঙ্গবাসী। দিনের পর দিন রোদ আর ভ্যাপসা গরমে নাভিশ্বাস উঠছে শহর ও গ্রামের মানুষের। ঘরের বাইরে বেরনোই যেন যুদ্ধের সমান হয়ে দাঁড়িয়েছে। বাচ্চা থেকে বৃদ্ধ, প্রত্যেকেই চাইছেন এক পশলা বৃষ্টির (Rain) স্বস্তি। কিন্তু সেই প্রতীক্ষার যেন শেষই হচ্ছে না।
কালবৈশাখী (Kalbaisakhi) আসবে তো? আকাশের দিকে চাতক দৃষ্টিতে তাকিয়ে সবাই
বছরের এই সময়টা সাধারণত কালবৈশাখীর (Kalbaisakhi) দাপটের জন্য পরিচিত। তবে এবছর দক্ষিণবঙ্গে (South Bengal) এখনও পর্যন্ত বড় কোনও ঝড়বৃষ্টি (Storm) চোখে পড়েনি। এর ফলে ভ্যাপসা গরম আরও অসহনীয় হয়ে উঠেছে। শহরের ব্যস্ত রাস্তাঘাট থেকে শুরু করে গ্রামগঞ্জের মাঠঘাট, সর্বত্রই শুধু বৃষ্টির জন্য প্রার্থনা চলছে। আকাশ কালো হলে বা সামান্য মেঘ দেখলেই মনে হচ্ছে বুঝি এল সেই প্রতীক্ষিত ঝড়-বৃষ্টি।
আজ থেকেই দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টি (Rain) এবং ঝড়ের (Storm) সম্ভাবনা
আবহাওয়া দফতরের (Weather Office) পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবার থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি (Rain) এবং কালবৈশাখী (Kalbaisakhi) ঝড়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম (Birbhum), মুর্শিদাবাদ (Murshidabad), পশ্চিম মেদিনীপুর (West Midnapore) ও ঝাড়গ্রাম (Jhargram) জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রকাশ করা হয়েছে। ঘন্টায় ৪০-৫০ কিমি গতিতে ঝড় (Storm) বইতে পারে বলে পূর্বাভাস। তবে এখানেই শেষ নয়, তাপপ্রবাহের (Heatwave) সতর্কতাও একাধিক জেলায় জারি হয়েছে।
গরমের (Heat) সঙ্গে বৃষ্টি (Rain) মিশে তৈরি হতে পারে অস্বস্তির পরিবেশ
যদিও বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে, তবে তা সর্বত্র স্বস্তি আনবে এমনটা নিশ্চিত নয়। কলকাতা (Kolkata), বাঁকুড়া (Bankura), পুরুলিয়া (Purulia), নদীয়া (Nadia), দুই ২৪ পরগনা (24 Parganas), দুই বর্ধমান (Bardhaman) এবং আরও কিছু জেলায় তাপপ্রবাহ (Heatwave) চলবে বলেই পূর্বাভাস। ফলে কোথাও কোথাও ভারী গরমের (Severe Heat) সঙ্গে অল্পস্বল্প বৃষ্টির (Rain) সংমিশ্রণ হতে পারে। যা মানুষের অস্বস্তি আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কাল রবিবার (Sunday) আরও বড় ঝড়ের (Storm) সতর্কতা, জারি কমলা সতর্কতা (Orange Alert)
আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, আজকের তুলনায় আগামীকাল রবিবার (Sunday) পরিস্থিতি আরও বেশি উত্তাল হতে পারে। বীরভূম (Birbhum), মুর্শিদাবাদ (Murshidabad), পশ্চিম বর্ধমান (West Bardhaman), নদীয়া (Nadia) এবং উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) কমলা সতর্কতা (Orange Alert) জারি হয়েছে। ওইসব অঞ্চলে ৫০-৬০ কিমি প্রতি ঘণ্টার বেগে ঝড়ো হাওয়া (Strong Wind) বইতে পারে, সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ এবং ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা। তাই প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের Tollywood Online কে।
অবশ্যই দেখবেন: Weather Update : আবার তাণ্ডব আবহাওয়ার! আজ থেকেই ঝড়-বৃষ্টিতে কাঁপবে বাংলা, দক্ষিণবঙ্গের ৭ জেলায় হলুদ সতর্কতা
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |