জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘দাদাগিরি’ ছেড়ে এবার স্টার জলসার পর্দায় পা রাখছেন বাংলার মহারাজা সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। সম্প্রতি চূড়ান্ত হয়েছে চার বছরের এক বিশাল অঙ্কের চুক্তি। স্টার জলসার সঙ্গে ১২৫ কোটি টাকার এই চুক্তিতে সৌরভ গাঙ্গুলিকে দেখা যাবে দুটি জনপ্রিয় শো সঞ্চালনায়—একটি নতুন কুইজ শো এবং অপরটি বিগ বাজেটের রিয়ালিটি শো ‘বিগ বস বাংলা’।
নতুন রূপে ফিরছেন দাদা, কবে থেকে শুরু?
২০২৬ সালের জুলাই মাস থেকে স্টার জলসার পর্দায় সৌরভ গাঙ্গুলিকে (Sourav Ganguly) দেখা যাবে নতুনভাবে। প্রতি বছর ৩৪ দিন করে সময় দেবেন তিনি এই দুটি শোয়ের জন্য। অর্থাৎ, শুটিং, প্রোমো, প্রস্তুতি—সব মিলিয়ে স্টার জলসার তরফ থেকে একেবারে পরিকল্পিত ও সুসংগঠিতভাবে সাজানো হচ্ছে এই বড় প্রজেক্ট।
কত কোটি টাকার পারিশ্রমিক নিচ্ছেন সৌরভ গাঙ্গুলি(Sourav Ganguly)?
এখন প্রশ্ন হল, কত কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন সৌরভ গাঙ্গুলি? সূত্র বলছে, চার বছরের এই চুক্তির মূল্য প্রায় ১২৫ কোটি টাকা, যা প্রতি বছর গড়ে দাঁড়ায় প্রায় ৩১.২৫ কোটি টাকা। বাংলার বিনোদন দুনিয়ায় এমন পারিশ্রমিক এই প্রথম! বাংলার কোনও অভিনেতা, সঞ্চালক বা সেলিব্রিটির সঙ্গে তুলনাই চলে না এই অঙ্কের। এর মাধ্যমে বাংলা টেলিভিশনের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া সেলিব্রিটিতে পরিণত হলেন সৌরভ।
সৌরভের বক্তব্য: ‘টাকা নয়, কাজের নেশা আমাকে চালায়’
আনন্দবাজার পত্রিকায় দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলি স্পষ্ট জানিয়েছেন, “টাকার জন্য কাজ করি না, কাজের প্রতি ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যায়।” তিনি বলেন,
“আমাকে কাজ টানে। কাজ করলে তো উপার্জন হবেই। তবে শুধুই উপার্জন আমার লক্ষ্য নয়। দর্শক যখন নির্দিষ্ট সময়ে আমাকে দেখতে বসেন, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি।”
তিনি আরও বলেন,
“আমি সবসময় নতুন কিছু করতে চাই। কাজের খিদে এখনও ফুরোয়নি। যতদিন থাকবে, কাজ করেই যাব।”
‘দাদাগিরি’ ছাড়ার নেপথ্যে কী?
‘দাদাগিরি’ শো এর মাধ্যমে সৌরভ গাঙ্গুলি বহু বছর ধরে জি বাংলার দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তাঁর সঞ্চালনার দক্ষতা, উইট এবং ক্যামেরার সামনে উপস্থিত বুদ্ধির জন্য ‘দাদাগিরি’ হয়েছিল TRP চার্টের শীর্ষে। কিন্তু এবার সময় এসেছে নতুন চ্যালেঞ্জ নেওয়ার।
স্টার জলসার নতুন শো প্রসঙ্গে সৌরভ জানান,
“নতুন কিছু করতেই হবে। চ্যানেল বদল, শো বদল—এসব আমার কাছে নতুন সুযোগ। দর্শককে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টাই করছি।”
সৌরভ গাঙ্গুলির ব্র্যান্ড ভ্যালু: শুধু টিভি নয়, বিজ্ঞাপনেও রাজা
টিভি সঞ্চালনা ছাড়াও, সৌরভ গাঙ্গুলির আয়ের একটি বড় উৎস হল ব্র্যান্ড এনডোর্সমেন্ট। বিভিন্ন বড় কোম্পানির বিজ্ঞাপন মুখ তিনি। তার মধ্যে রয়েছে শিক্ষা, ই-কমার্স, ফিনটেক, কনজিউমার ব্র্যান্ড—সবখানে দাদার চাহিদা তুঙ্গে।
বাংলার মধ্যে এমন ব্র্যান্ড ভ্যালু আর কারও নেই। ফলে স্টার জলসার মতো একটি বড় চ্যানেল তাঁকে নিজেদের মুখ করতে পেরে বিশাল প্রত্যাশা নিয়েই এগোচ্ছে। সৌরভ গাঙ্গুলির এই রূপান্তর শুধু একটি চ্যানেল বদলের গল্প নয়, এটা বাংলার বিনোদন জগতে এক নতুন অধ্যায়ের সূচনা। নতুন চ্যালেঞ্জ, নতুন শো এবং আরও বিস্তৃত দর্শকবেস—সবমিলিয়ে বাংলা টেলিভিশনের ইতিহাসে এক নতুন ইনিংস শুরু করলেন ক্রিকেটের মহারাজা। নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের Tollywood Online কে।
অবশ্যই দেখবেন: AC: গরমে এসি চালানোর খরচ জানেন? জানুন ১.৫ টন এসি প্রতি ঘণ্টায় কত ইউনিট বিদ্যুৎ খরচ করে ও মাসে কতটা বিল আসতে পারে!
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |