Ekchokho.com 🇮🇳

Kalighat SkyWalk: কালীঘাট স্কাইওয়াক উদ্বোধন করলেন মমতা! কোথায় মিলবে ডালার দোকান, কোন পথে ঢুকবেন মন্দিরে?

সহেলী মন্ডল,কলকাতা: এ বছর পয়লা বৈশাখের আগের দিন, অর্থাৎ সোমবার কালীঘাট স্কাই ওয়াকের উদ্বোধন করে কলকাতাবাসীদের উপহার দিলেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কাইওয়াকের (Kalighat SkyWalk) পাশাপাশি তিনি হকার্স কর্নারের উদ্বোধনও করেন। উদ্বোধনের পর প্রত্যেক বছরের মতোই চৈত্র সংক্রান্তির দিন তিনি পায়ে হেঁটে কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেন। একনজরে » 1. ...

Published on:

Kalighat skywalk

সহেলী মন্ডল,কলকাতা: এ বছর পয়লা বৈশাখের আগের দিন, অর্থাৎ সোমবার কালীঘাট স্কাই ওয়াকের উদ্বোধন করে কলকাতাবাসীদের উপহার দিলেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কাইওয়াকের (Kalighat SkyWalk) পাশাপাশি তিনি হকার্স কর্নারের উদ্বোধনও করেন। উদ্বোধনের পর প্রত্যেক বছরের মতোই চৈত্র সংক্রান্তির দিন তিনি পায়ে হেঁটে কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেন।

কালীঘাট স্কাইওয়াকের ভাবনা | Kalighat Skywalk Ideas

বাংলায় প্রথমে সফলভাবে তৈরি হয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরের স্কাইওয়াক। তারপর থেকেই মুখ্যমন্ত্রী কালীঘাট মন্দিরের জন্যও একটি স্কাইওয়াক তৈরি করার পরিকল্পনা করেন। তবে এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার পথটা মোটেই সহজ ছিল না। দক্ষিণেশ্বরে স্কাইওয়াক তৈরির মত খোলামেলা জায়গা থাকলেও কালীঘাটে তা ছিল না। ফলে সেখানে স্কাইওয়াক তৈরির কাজটি যথেষ্ট চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় প্রশাসনের পক্ষে। মাঝে একাধিক বার স্কাইওয়াকের কাজ আটকে গেলেও শেষমেষ পয়লা বৈশাখের আগের দিনই উদ্বোধন করা সম্ভব হয় স্কাইওয়াকের।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

স্কাইওয়াকের গঠনশৈলী ও বিশেষত্ব | Skywalk’s structure and features

স্কাইওয়াকটি ৪৩৫ মিটার লম্বা ও ১০.৫ মিটার চওড়া হওয়ায় যাতায়াত করতে কোন সমস্যাই হবে না। এছাড়াও স্কাইওয়াকে ওঠানামা করার জন্য তিনটি সিঁড়ি, তিনটি লিফট ও দুটি এস্কেলেটার থাকছে। ফলে পুণ্যার্থীরা স্কাইওয়াকে ওঠানামা করার জন্য নিজেদের সুবিধা মত রাস্তা বেছে নিতে পারবেন। স্কাইওয়াক থাকায় বিশেষ দিনগুলিতেও রাস্তায় যানজটের পরিমাণ কম থাকবে। ভিড় এড়িয়ে মানুষ সহজেই নিজেদের সুবিধা মত মায়ের কাছে পুজো দিতে যেতে পারবেন।

প্রবেশ ও প্রস্থানের পথ | Entrance and exit routes

শ্যামাপ্রসাদ মুখার্জী রোড, কালীঘাট রোড, ও হাজরা রোড, এই তিনটি জায়গা থেকেই মানুষ স্কাই ওয়াকে ঢুকতে ও বেরোতে পারবেন। ফলে যাতায়াত করা আরো সহজ করো হবে।

স্কাইওয়াক সম্পর্কে কী বললেন মুখ্যমন্ত্রী? | What did the Chief Minister say about the skywalk?

স্কাইওয়াক উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী জানান কালীঘাট মন্দিরকেও নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। মন্দিরের মাথায় একটি ছোট্ট সোনার চুড়া তৈরি করতে চেয়ে আবেদন করেছিলেন শিল্পপতি মুকেশ আম্বানি, তাঁর সেই আবেদন পত্র মঞ্জুর করা হয়। বাকি সমস্ত খরচই রাজ্যের তহবিল থেকে করা হয়। প্রায় ৯৯% খরচ রাজ্য সরকারই বহন করেছে।

প্রতিদিন সকালে দৈনিক আপডেট পেতে অবশ্যই গুগল করুন-Tollywood Online

অবশ্যই দেখবেন: জগন্নাথ দেবের জন্য সোনার ঝাড়ু! মুখ্যমন্ত্রীর ৫ লক্ষ টাকার দান ঘিরে তুঙ্গে চাঞ্চল্য