Ekchokho.com 🇮🇳

Narendra Modi: ১৪ বছর খালি পায়ে! মোদীভক্তকে নিজ হাতে জুতো পরালেন প্রধানমন্ত্রী!

Narendra Modi: মানুষের বিশ্বাস কখনও কখনও এমন সব পথ বেছে নেয়, যা সাধারণের দৃষ্টিতে অসম্ভব বলেই মনে হয়। ঠিক এমনই এক ঘটনা দেখা গেল হরিয়ানায়, যেখানে একজন ব্যক্তি ১৪ বছর ধরে খালি পায়ে ঘুরে বেড়াচ্ছিলেন শুধুমাত্র একটাই কারণে—নরেন্দ্র মোদী যাতে দেশের প্রধানমন্ত্রী হন। আজকের দিনে যেখানে ছোট-খাটো বিষয়েও মানুষ প্রতিবাদ জানাতে ...

Updated on:

Narendra Modi

Narendra Modi: মানুষের বিশ্বাস কখনও কখনও এমন সব পথ বেছে নেয়, যা সাধারণের দৃষ্টিতে অসম্ভব বলেই মনে হয়। ঠিক এমনই এক ঘটনা দেখা গেল হরিয়ানায়, যেখানে একজন ব্যক্তি ১৪ বছর ধরে খালি পায়ে ঘুরে বেড়াচ্ছিলেন শুধুমাত্র একটাই কারণে—নরেন্দ্র মোদী যাতে দেশের প্রধানমন্ত্রী হন। আজকের দিনে যেখানে ছোট-খাটো বিষয়েও মানুষ প্রতিবাদ জানাতে দ্বিধা করেন না, সেখানে একজন সাধারণ নাগরিক নিজের বিশ্বাসে স্থির থেকেছেন দীর্ঘ ১৪ বছর!

ভক্তি না পাগলামি? (Faith or Fanaticism)

সমাজে এমন অসংখ্য মানুষ রয়েছেন যাঁরা রাজনৈতিক নেতাদের প্রতি এক নিঃস্বার্থ ভক্তি দেখিয়ে থাকেন। কেউ পোস্টার গায়ে মাখেন, কেউ নেতার নামে নাম রাখেন, আবার কেউ কেউ নিজের শরীরেই ট্যাটু করিয়ে নেন। কিন্তু এই ব্যক্তি যে কাজটি করেছেন তা নিঃসন্দেহে নজিরবিহীন। পায়ে না থাকা জুতোর অসহ্য যন্ত্রণাকেও উপেক্ষা করে, শুধু নিজের এক ধনুকভাঙা পণ পালনের জন্য নিজেকে কষ্ট দিয়ে গেছেন টানা ১৪ বছর ধরে!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১৪ বছর পর মোদীর সঙ্গে সাক্ষাৎ (Narendra Modi Devotee Meet)

সোমবার হরিয়ানার যমুনা নগরের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই প্রথমবার প্রধানমন্ত্রী জানতে পারেন এই ব্যক্তির কথা, যিনি ১৪ বছর ধরে খালি পায়ে ঘুরে বেড়াচ্ছেন। ওই ব্যক্তির নাম রামপাল কাশ্যপ, যিনি হরিয়ানার কাইথালের খেরি গুলাম আলি গ্রামের বাসিন্দা। অনুষ্ঠান শেষে রামপালের সঙ্গে আলাদা করে সাক্ষাৎ করেন মোদী। কথাবার্তা চলাকালীন রামপালের প্রতিজ্ঞার কথা শুনে অবাক হয়ে যান প্রধানমন্ত্রী নিজেও।

মোদীর হাতেই উপহার স্বরূপ জুতো (Narendra Modi Gift Shoes)

রামপালকে একপাশে ডেকে নিয়ে নিজের হাতে জুতো পরিয়ে দেন মোদী। সেই মুহূর্তটি ধরা পড়েছে ভিডিওতে, যা মোদী নিজেই পোস্ট করেছেন তাঁর এক্স (X) হ্যান্ডলে। ভিডিওতে মোদীকে বলতে শোনা যায়, “তোমাকে আমি জুতো পরিয়ে দিচ্ছি। কিন্তু আবার যেন এমন কিছু না করো। এইভাবে নিজেকে কষ্ট দেওয়ার অর্থ নেই।” মোদী আরও বলেন, “তোমার এই ভালোবাসা অনন্য, কিন্তু আমি চাই তুমি সমাজসেবার দিকে মন দাও, জাতিগঠনে কাজ করো।”

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রতিজ্ঞা ভঙ্গের মুহূর্ত (Viral Video Narendra Modi Devotee)

ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বহু মানুষ রামপালের বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রশংসা করেছেন, আবার কেউ কেউ এমন অন্ধ ভক্তির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। মোদী এক্স হ্যান্ডলে লেখেন, “১৪ বছর আগে রামপালজি প্রতিজ্ঞা করেছিলেন আমি প্রধানমন্ত্রী হলে তবেই জুতো পরবেন। আজ আমার সঙ্গে দেখা হওয়ার পর প্রতিজ্ঞা ভেঙে প্রথমবার জুতো পরলেন। এমন ভালোবাসায় আমি আপ্লুত।” উল্লেখ্য, ২০০১ থেকে ২০১৪ পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদী এবং ২০১৪ সালে প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হন তিনি।

অবশ্যই দেখবেন: ১০% ডিএ বাড়ছে বাংলার সরকারি কর্মীদের! কবে থেকে পাবেন অতিরিক্ত টাকা? জানুন বিস্তারিত!