লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

কেন্দ্রের পথেই হাঁটলো বাংলা! সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর, পকেটে আসবে রাশি রাশি টাকা, বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য অর্থ দপ্তর

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB 6th Pay Commission: পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য খুশির খবর। ভোটের রেজাল্ট বের হতেই তাঁদের মুখে ফুটল হাসি। বেতন, পেনশন, ডিএ-এর পর এবার নয়া বিজ্ঞপ্তি জারি করল রাজ্য অর্থ দপ্তর। জিপিএফ (GPF) সুদের হার নিয়ে জারি হয়েছে নয়া বিজ্ঞপ্তি। এর আগে কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের তরফে জেনারেল প্রভিডেন্ট ফান্ড (GPF) নিয়ে জারি করা হয়েছিল সুদের হার সংক্রান্ত নোটিশ। তবে এবার কেন্দ্রের পথেই হেঁটে বিজ্ঞপ্তি জারি করল সরকার। জিপিএফ নিয়ে রাজ্য সরকারের নয়া বিজ্ঞপ্তি

গত ১৪ জুন রাইটার্স বিল্ডিংয়ের অর্থ দফতর জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে জানায়, সরকারি কর্মীরা এপ্রিল থেকে জুন মাস অবধি ত্রৈমাসিকে ৭.১ শতাংশ হারে জিপিএফ গচ্ছিত অর্থে সুদ পাবেন। সম্প্রতি এই নিয়ে রাজ্যপালের স্বাক্ষরও মিলে গিয়েছে। তারপর রাজ্য সরকারের তরফে সরকারি কর্মীদের এই বিষয়ে জানানোর জন্য জারি হল বিজ্ঞপ্তি।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, পশ্চিমবঙ্গ সার্ভিসের অন্তর্গত কর্মরতদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড (GPF) এবং পশ্চিমবঙ্গের কনট্রিবিউটরি ফান্ডে প্রযোজ্য হবে এই সুদের হার। এছাড়া সরকার আর যে সকল ক্ষেত্রে জিপিএফ (GPF) সুদ দিয়ে থাকে, তাতেও প্রযোজ্য হবে এই হার। এর আগে কেন্দ্রীয় সরকারের তরফে সুদের হার ৭.১ শতাংশ হার রাখার কথা ঘোষণা করা হয়েছিল GPF-এ।

আরও পড়ুন: Rupanjana Mitra: সপরিবারে ঈদ পালন করেই কটাক্ষের শিকার রূপাঞ্জনা! “হিন্দুদের এখন ফ্যাশন মুসলিম হওয়ার…” বিঁধলেন নেটিজেনেরা

এছাড়া জানা যাচ্ছে, নয়া সুদের হার কার্যকর হতে চলেছে ইন্ডিয়ান নেভাল ডকইয়ার্ড, ইন্ডিয়ান অর্ডন্যান্স ফ্যাক্টরিস ওয়ার্কম্যানস প্রভিডেন্ট ফান্ড, ইন্ডিয়ান নেভাল ডকইয়ার্ড ওয়ার্কম্যানস প্রভিডেন্ট সহ আরও অনেক ক্ষেত্রেও। প্রত্যেক ক্ষেত্রেই এই সুদের হার তিন মাসের জন্য কার্যকর হবে। রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তি বলছে, এইসব প্রভিডেন্ট ফান্ডে ৭.১ শতাংশ হারে সুদ দেওয়া হবে।

WhatsApp Group Join Now
About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।