লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

সিগন্যালেই বিপদ, কাঞ্চনজঙ্ঘার করুণ পরিণতি সম্পর্কে মুখ খুলল পূর্ব রেল

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Kanchanjunga Express: ওড়িশার বাহানাগা স্টেশনে এখনো টাটকা রয়েছে সেই পুরনো দু’র্ঘ’ট’না’র স্মৃতি।এক বছর কাটতে না কাটতেই আবারো বড় দুর্ঘটনার প্রতিচ্ছবি। ঈদের সকালে এক ভয়ঙ্কর রেল দুর্ঘটনা সাক্ষী থাকল বাংলা। দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি মালগাড়ি। আর এই ঘটনায় ওই এক্সপ্রেস ট্রেনের দুটি বগি ছিটকে যায়।

সোমবার সকাল প্রায় ৯:৩০ নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে! নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার কিছুটা দূরে রাঙাপানি এবং নিচবাড়ি স্টেশনের মাঝে একটি ফাঁকা জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে। ধীরে ধীরে চলছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস হঠাৎ করেই যেন ভূমিকম্প হয়। শিয়ালদহের দিকে যাওয়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মারে একটি মালগাড়ি। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।

কিভাবে ঘটলো দুর্ঘটনা

বেশ ভাল ভাবেই চলছিল গাড়ি হঠাৎ করেই ফাঁসি দেওয়ার রাঙা পানি স্টেশনের কাছে ওই ট্রেন গতি হারিয়ে ফেলে। সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে থাকে ট্রেন এমন সময় পিছন থেকে অতর্কিত ধাক্কা মারে একটি মালগাড়ি। একই লাইনে চলে আসে মালগাড়িটি। কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। লাইনচ্যুত হয়ে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা প্রথমে উদ্ধার কাজে হাত লাগান তারাই বেশ কয়েকটা মৃতদেহ উদ্ধার করেন এরপর খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। ছুটে আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং বিএসএফ। খবর পেয়ে মুখ্যমন্ত্রী তড়িঘড়ি প্রশাসনিক আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দেন।

মৃতের সংখ্যা

দুর্ঘটনা স্থলে ১৫ টি এম্বুলেন্স পাঠানো হয়। এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা জানা গিয়েছে ৯! হতাহতের সংখ্যা কয়েকশ! মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। এদিকে কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। উত্তর-পূর্ব রেলের সঙ্গে যোগাযোগ ব্যাহত হতে পারে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফ থেকে কলকাতা এবং শিলিগুড়ির মধ্যে দশটি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্সপ্রেস ট্রেনের বাকি যাত্রীদের শিয়ালদহে ফিরিয়ে আনা হয়েছে। মৃতদের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে ভারতীয় রেল ঘটনাস্থলে এসে পৌঁছান রেলমন্ত্রী।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Local Train Cancelled: শিয়ালদহের পর দুর্ভোগ হাওড়া লাইনে! টানা ১০ দিন কাজের জেরে বাতিল শতাধিক লোকাল সহ বহু এক্সপ্রেস ট্রেন

হেল্পলাইন চালু পূর্ব রেলের

শিয়ালদহ স্টেশন হেল্পলাইন নম্বর- 033-23508794, 033-23833326
হাওড়া স্টেশন হেল্পলাইন নম্বর- 03326413660,
হাওড়া স্টেশন অনুসন্ধান অফিস নম্বর- 033-26402242, 033-26402243
নিউ বনগাইগাঁও স্টেশন এমার্জেন্সি নম্বর- 9435021417, 9287998179
আলুবাড়ি রোড এমার্জেন্সি নম্বর- 8170034235
কিষাণগঞ্জ এমার্জেন্সি নম্বর- 7542028020, 06456-226795
ডালখোলা এমার্জেন্সি নম্বর- 8170034228
বারসোই এমার্জেন্সি নম্বর- 7541806358
সামসি এমার্জেন্সি নম্বর- 03513-265690, 03513-265692

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।