ভালোবেসে বিয়ে করেন অনেকেই। কারওর প্রেম জমে কলেজের ক্লাসরুমে, তো কারও গল্প শুরু হয় ফেসবুক (Facebook) ফ্রেন্ড রিকোয়েস্ট থেকে। বয়স (Age) যদি শুধুমাত্র সংখ্যা হয়, তবে ভালবাসার কাছে বয়সের বাধা কোনও গুরুত্বই পায় না। কিন্তু তবুও বাস্তব জীবন যে সিনেমার থেকে আলাদা, তা বারবার প্রমাণ করেছে সম্পর্ক (Relationship)।
একসঙ্গে থাকা মানেই কি সারাজীবন থাকা? (Divorce News)
একটা সময় ছিল, যখন কাউকে ভালবেসে জীবন কাটানোর স্বপ্ন দেখতেন তাঁরা। প্রেমের পরিণতি ছিল বিয়ে (Marriage)। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলায় সব কিছু। বদলে যায় মানুষও। কখনও অভিমান, কখনও মনোমালিন্য, আর কখনও একে অপরের প্রতি আগ্রহ হারিয়ে যাওয়াই হয় বিচ্ছেদের (Separation) কারণ। আর এই বিচ্ছেদের সুর ফের শোনা গেল টলিপাড়ায় (Tollywood)।

Read More: JioHotstar: বিনামূল্যে IPL দেখার সুযোগ! JioHotstar নিয়ে আম্বানির সংস্থার বড় চমক
প্রেম শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়(Social Media Love Story)
টেলিভিশন (Television) ও রিয়েলিটি শো (Reality Show)-এর পরিচিত মুখ অভিনেতা Sudeep Mukherjee (সুদীপ মুখোপাধ্যায়) ও তাঁর স্ত্রী Pritha Chakraborty (পৃথা চক্রবর্তী)-র মধ্যে প্রেমের শুরুটা হয়েছিল একেবারেই নতুনভাবে। পৃথা প্রথম প্রেমের প্রস্তাব পাঠিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। তাঁদের বয়সের ফারাক ছিল প্রায় ২৫ বছর। তবুও সেই দূরত্ব কোন বাধা হয়ে দাঁড়ায়নি। একে অপরকে চিনতে চিনতেই সম্পর্ক গাঢ় হয়। এরপর ২০১৫ সালে তাঁরা বিয়ে করেন।
১০ বছরের দাম্পত্য জীবনেও দেখা দিল ভাঙন (Breakup News of Sudeep Mukherjee and Pritha Chakraborty)
দীর্ঘ ১০ বছরের দাম্পত্য জীবন (Married Life) কাটানোর পর আচমকাই বিবাহবিচ্ছেদের (Divorce) সিদ্ধান্ত নিলেন তাঁরা। পৃথা নিজেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি পোস্ট করে জানান, ”আমি আর সুদীপ আইনি ভাবে বিবাহ বিচ্ছেদ নিয়েছি। তবে বন্ধুত্বের (Friendship) সম্পর্ক থাকবে সারাজীবন।” এই খবরে রীতিমতো হতবাক তাঁদের অনুরাগীরা।
Related Article: Salman Khan: সলমন খানের ক্যারিয়ারে ধাক্কা! লজ্জা ভুলে অনুরাগীদের কাছে হাত জোড় করে আর্জি জানালেন সলমন
দুই ছেলেকে নিয়েই নতুন জীবনের শুরু(Children and Future Life)
জানা গিয়েছে, তাঁদের দাম্পত্য জীবনে রয়েছে দুই পুত্র সন্তান (Children)। একজনের নাম ঋদ্ধি (Riddhi) এবং অপরজনের নাম বালি (Bali)। এর আগে সুদীপের প্রথম পক্ষের স্ত্রী Damini Beni Basu (দামিণী বেণী বসু)-র সঙ্গেও ছিল তাঁর এক কন্যা সন্তান (Daughter)। প্রথম স্ত্রী দামিণীর সঙ্গে বিচ্ছেদের পর পৃথার সঙ্গে শুরু হয়েছিল নতুন অধ্যায়। তবে বিয়ের (Marriage) ১০ বছর পূর্ণ হওয়ার আগেই ইতি পড়ল সেই সম্পর্কে। এবার দুজনেই নিজের নিজের জীবন নিয়ে এগিয়ে যেতে চান।
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |