Ekchokho.com 🇮🇳

Panchayat Season 4: অপেক্ষার অবসান! পঞ্চায়েত সিজন ৪-এর রিলিজ ডেট জানিয়ে দিল নির্মাতারা, জেনে নিন কবে দেখা যাবে?

Updated on:

Panchayat Season 4
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Panchayat Season 4: সাধারণ মানুষের জীবনের হাসি-কান্না, প্রেম-ভালোবাসা, রাজনীতি আর সম্পর্কের টানাপোড়েন—সবই পাওয়া যায় এক ঝলকে ‘পঞ্চায়েত’ (Panchayat) ওয়েব সিরিজে। শহরের কোলাহল ছেড়ে গ্রাম্য জীবনের সহজ-সরল পথে হেঁটে এসেছে এই সিরিজ। যে গল্পে নেই কোন অতিনাটকীয়তা, নেই অদ্ভুত চমক—তবুও তা দর্শকের মন ছুঁয়েছে। কারণ, এই গল্পটা যেন আমাদের পাশের গ্রাম, কিংবা হয়তো আমাদের নিজের জীবনেরই প্রতিচ্ছবি।

২০২০ সালের ৩ এপ্রিল মুক্তি পায় প্রথম সিজন। তারপর একে একে মুক্তি পেয়েছে দ্বিতীয় ও তৃতীয় সিজন। প্রত্যেকটি সিজনেই সচিবজি (Secretary Ji), প্রধানজি (Pradhan Ji), বিকাশ (Vikas) আর প্রহ্লাদ (Prahlad) হয়ে উঠেছে দর্শকদের ঘরের মানুষ।

‘পঞ্চায়েত’ নিয়ে বাড়ছে কৌতূহল – Season 4-এর জন্য দিন গুনছেন দর্শকরা

তিনটি সিজনের সাফল্যের পর দর্শকরা অপেক্ষায় ছিলেন ‘পঞ্চায়েত সিজন ৪’ (Panchayat Season 4) কবে আসবে তা জানার জন্য। সোশ্যাল মিডিয়ায় একাধিকবার ঘুরে বেড়িয়েছে নানা গুঞ্জন, নানা তত্ত্ব। আবার কেউ কেউ পোস্টার বানিয়ে নিজেদের মতো করে রিলিজ ডেটও ভেবেছেন। এই উৎসাহ দেখে বোঝাই যায়, ‘পঞ্চায়েত’ কেবল একটি ওয়েব সিরিজ নয়, অনেকের আবেগের জায়গা। নেটদুনিয়ায় কিছুদিন আগেই ছড়িয়ে পড়ে একটি ছবি, যেখানে প্রহ্লাদ আর বিকাশের সঙ্গে দেখা যায় সুপারস্টার অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan)। সঙ্গে সঙ্গে তৈরি হয়েছিল নতুন এক জল্পনা—তাহলে কি ‘পঞ্চায়েত’ সিজন ৪-এ দেখা যাবে বিগ বি-কে?

কবে আসছে Panchayat Season 4?

সত্যি বলতে কী, দর্শকদের সেই প্রশ্নের উত্তর এবার এসে গেছে নির্মাতাদের তরফ থেকে। জানা গেছে, বহু প্রতীক্ষিত ‘পঞ্চায়েত সিজন ৪’ (Panchayat Season 4 Release Date) মুক্তি পাবে ২০২৫ সালের ২ জুলাই (2nd July 2025)। প্রাইম ভিডিও (Amazon Prime Video)-তেই দেখা যাবে নতুন সিজন। এবারও সচিবজি, প্রধানজি, বিকাশ, প্রহ্লাদ—চেনা চরিত্ররা থাকছেন। তবে গল্পে থাকবে নতুন মোড়, থাকবে সম্পর্কের টানাপোড়েন আর রাজনীতির গন্ধ।
যেখানে আগের সিজনগুলিতে প্রতিটি এপিসোড ছিল আলাদা আলাদা গল্পে সাজানো, এবারও ঠিক সেইরকম ভাবেই সাজানো হয়েছে নতুন গল্প। নির্মাতারা বারবার দেখিয়েছেন—ফুলেরা (Phulera) শুধু একটি গ্রাম নয়, বরং একটি চরিত্র।

Amitabh Bachchan-কে নিয়ে গুজব! সত্যি কি তিনি থাকছেন Panchayat-এ?

অমিতাভ বচ্চনকে নিয়ে যে ছবিটি ভাইরাল হয়েছে, তা সত্যি হলেও তাঁর ‘পঞ্চায়েত’ সিরিজে অভিনয় করার খবরটা ঠিক নয়। আসলে, একটি সাইবার প্রতারণা বিরোধী প্রচারে ফুলেরা গ্রামের চরিত্রদের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। সেই বিজ্ঞাপনটি ঘিরেই তৈরি হয়েছিল বিভ্রান্তি। তবে নির্মাতারা তা পরিষ্কার করেছেন—‘পঞ্চায়েত’ সিজন ৪-এ অমিতাভ বচ্চনের থাকার কোনও সম্ভাবনাই নেই। তবে নির্মাতারা ঠিকই বুঝেছেন কীভাবে দর্শকের আগ্রহ বাড়াতে হয়। ‘পঞ্চায়েত সিজন ৪’-এর জন্য ইতিমধ্যেই পোস্ট করা হয়েছে পাঁচটি আকর্ষণীয় পোস্টার। প্রতিটিই ইঙ্গিত দিচ্ছে নতুন কোনও মোড়ের দিকে।

নির্মাতা কারা? পরিচালনার হাল ধরেছেন যাঁরা

এই সিজনের পরিচালনার দায়িত্বে রয়েছেন দীপক কুমার মিশ্র (Deepak Kumar Mishra) এবং অক্ষত বিজয়ওয়ারগিয়া (Akshat Vijayvargiya)। তাঁদের দক্ষ পরিচালনাতেই ফুলেরা আবারও প্রাণ ফিরে পাবে।
দর্শকদের এখন শুধু অপেক্ষা—২ জুলাই, ২০২৫। সেই দিনেই আসছে ‘পঞ্চায়েত সিজন ৪’। সচিবজি আর প্রধানজির সম্পর্কের নতুন অধ্যায়, বিকাশ আর প্রহ্লাদের বন্ধুত্বের টানাপোড়েন—সবকিছু দেখতে প্রস্তুত থাকুন আপনার প্রিয় ওটিটি প্ল্যাটফর্মে।

আরও পড়ুন: Airtel New Plan: বারবার রিচার্জের ঝামেলা শেষ! Airtel আনলো এমন অফার, আজ রিচার্জ করালেই 2026 পর্যন্ত নিশ্চিন্তে থাকুন