PM Modi: বাড়িতে বসেই টাকাপয়সা উপার্জনের জন্য এই প্রজন্মের অনেকেই সোশ্যাল মিডিয়ার উপর অনেকাংশে নির্ভরশীল। নানান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আজকের দিনে মানুষ উপার্জন করে থাকে। এর মধ্যে অন্যতম হলো ইউটিউব (Youtube)। এই মুহূর্তে ইউটিউব থেকে উপার্জন করা কনটেন্ট ক্রিয়েটারদের মূল লক্ষ হয়ে দাঁড়িয়েছে। এই সকল ক্রিয়েটারদের ভিডিওগুলোও হয় ভিন্ন স্বাদের। কখনও এই ভিডিওগুলির মাধ্যমে তারা সামাজিক বার্তা দেন আবার কখনো বিনোদনের মাধ্যম হয়ে ওঠে এই ভিডিওগুলি। বর্তমানে বিনোদন জগৎ থেকে শুরু করে রাজনীতিবিদদেরও ইউটিউব চ্যানেল থাকে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও (Narendra Modi) নিজস্ব ইউটিউব (Youtube) চ্যানেল রয়েছে।
জানুন, ইউটিউব (YouTube) থেকে মোদীর আয় কত?
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে জগৎজোড়া খ্যাতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বর্তমানে তাঁর প্রতিটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ফলোয়ার্সের সংখ্যাও বিশাল। শুধুমাত্র ভারত নয় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন প্রধানমন্ত্রী মোদীকে ফলো করেন। বর্তমানে প্রধানমন্ত্রী মোদীর যে ইউটিউবে চ্যানেল রয়েছে, তাঁর ফলোয়ার্সের সংখ্যা ২৭.৪ মিলিয়ন, অর্থাৎ ২ কোটি ৭৪ লক্ষ মানুষ ইউটিউবে প্রধানমন্ত্রী ফলো করেন। এমনকি তাঁর প্রতিটি ভিডিওতে ভিউ হয় অনেক বেশি। তাই স্বাভাবিকভাবে নরেন্দ্র মোদী ইউটিউব প্রচুর কোটি টাকা আয় করেন। তবে জানেন কি ইউটিউব থেকে ঠিক কত টাকা আয় করেন নরেন্দ্র মোদি?
জানা গিয়েছে, প্রতিদিন প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেলে প্রায় ১০টি ভিডিও আপলোড করা হয়। এই প্রতিটি ভিডিও থেকে প্রচুর ভিউস পাওয়া যায়। যার ফলে এক একটি ভিডিওতে তাঁর আয় হয় কোটি কোটি টাকা। গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভানতারা বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন। প্রায় ৩,০০০ একর এলাকা জুড়ে বিস্তৃত এই এলাকাটি ভানতারা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জামনগর রিফাইনারি কমপ্লেক্সে অবস্থিত। এখানে হাতি এবং অন্যান্য বন্যপ্রাণীদের সংরক্ষণ করা হয়। পশুদের দেখাশোনা করার পাশাপাশি চিকিৎসা সেবাও প্রদান করা হয়।
কোটি কোটি টাকা আয় একটি ভিডিও থেকে
এই বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র থেকে একের পর এক মুহূর্ত ভিডিওর মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চ্যানেলে আপলোড করা হয়। আর সেখান থেকেই আয় হয় কোটি টাকার বেশি। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভানতারা ভিডিওটির ভিউস সংখ্যা ৫০.৪ কোটি। আর হিসেবের সূত্র অনুযায়ী এই ভিডিও থেকে প্রায় ১ কোটি টাকারও বেশি আয় হয়েছে নরেন্দ্র মোদীর। হিসাব অনুযায়ী, প্রতিটি ভিডিওতে প্রায় ৪ থেকে ৫ হাজার ভিউতে এক ডলার আয় হলে এই ভিডিওটি প্রায় ১২৬০০০ ডলার আয় করেছে বলেই ধরা হচ্ছে। যা ভারতীয় টাকার হিসাবে ১ কোটি ৭ লক্ষ ৮০ হাজার টাকা।
আরও পড়ুন: ৪% নয়, পুরো বকেয়া DA! সুপ্রিম কোর্টের রায়ে এপ্রিলে রাজ্য কর্মীদের হাতে আসতে পারে মোটা অঙ্ক?