Ekchokho.com 🇮🇳

Weather Update: ভ্যাপসা গরমের মাঝে সুখবর! আজ কোন কোন জেলায় নামবে ঝড়-বৃষ্টি?

Published on:

Weather Update
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Weather Update: গ্রীষ্মের শুরুতেই চরম অস্বস্তির গরমে হাঁসফাঁস করছে গোটা রাজ্য। সকাল থেকেই রোদের তেজ, আর দুপুরের দিকে যেন আগুন ঝরাচ্ছে সূর্য! শহর থেকে গ্রাম, সর্বত্রই দাবদাহের প্রভাব স্পষ্ট। অফিসযাত্রীদের কষ্ট তো আছেই, রাস্তায় বের হওয়া সাধারণ মানুষেরও নাজেহাল অবস্থা। বাতাসে আর্দ্রতার (Humidity) মাত্রা বেশি থাকায় গরম যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। কলকাতা-সহ বিভিন্ন জেলায় তাপমাত্রা (Temperature) ছুঁয়ে ফেলেছে ৩৮-৪০ ডিগ্রির ঘর। ফলে বৃষ্টির আশায় চাতক পাখির মতো তাকিয়ে আছেন সাধারণ মানুষ (Weather Update)।

 ইডেনে কেকেআর-এর ম্যাচ, কিন্তু বৃষ্টি কি বাধা হবে?

এই দাবদাহের মধ্যেই আজ রয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর ম্যাচ। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) দলীয় সমর্থকদের উন্মাদনা তুঙ্গে। কিন্তু ঠিক এই দিন থেকেই কি আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে? আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ক্রীড়াপ্রেমীদের মনে প্রশ্ন, খেলার মাঝেই কি শুরু হবে বৃষ্টি? নাকি ম্যাচের আগে ঝেঁপে আসবে ঝড়-বৃষ্টি? সব মিলিয়ে ম্যাচের দিনেই প্রকৃতি খেলা বদলে দেবে কি না, তা নিয়েই চরম কৌতূহল।

 বৃহস্পতিবার থেকেই হাওয়া বদল, কোন কোন জেলায় বৃষ্টি?

আবহাওয়া দফতর (IMD) সূত্রে খবর, বৃহস্পতিবার থেকেই রাজ্যের দক্ষিণবঙ্গের (South Bengal) কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি (Thunderstorm with Rain) হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), পূর্ব মেদিনীপুর (East Midnapore), পশ্চিম মেদিনীপুর (West Midnapore), ঝাড়গ্রাম (Jhargram), পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura), পূর্ব বর্ধমান (East Burdwan) ও পশ্চিম বর্ধমান (West Burdwan) জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় ঝোড়ো হাওয়া (Strong Wind) বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

 উত্তরবঙ্গের (North Bengal) আবহাওয়া কেমন থাকবে?

শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের বেশ কিছু এলাকাতেও আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong)-এর মতো পার্বত্য অঞ্চলে (Hilly Region) হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। তবে উত্তরবঙ্গে খুব বড় কোনও ঝড়-বৃষ্টির পূর্বাভাস নেই। তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না, তবে আকাশ মেঘলা (Cloudy Sky) থাকার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি (Jalpaiguri) ও কোচবিহার (Cooch Behar)-এও হালকা বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।

 বৃষ্টি কতদিন থাকবে? কতটা স্বস্তি মিলবে?

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, এই বৃষ্টি সাময়িক হতে পারে। আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে দীর্ঘস্থায়ী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। ফলে গরম থেকে সাময়িক স্বস্তি মিললেও তাপমাত্রা খুব বেশি কমবে না। কলকাতার (Kolkata) তাপমাত্রা সামান্য কমতে পারে, কিন্তু আর্দ্রতা (Humidity) বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে। তাই যারা ইডেনে খেলা দেখতে যাবেন বা বাইরে বেরোবেন, তারা অবশ্যই আবহাওয়ার খবর আপডেট রাখুন!

আরও পড়ুন: Summer Vacation 2025: গরমের লম্বা ছুটির বদলে বিকল্প ব্যবস্থা! স্কুলে পঠন পাঠন জারি রাখতে নয়া উদ্যোগ রাজ্য সরকারের