লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Beti Padhao Scholarship: বার্ষিক ১ লাখ টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে এই স্কলারশিপটিতে, বিস্তারিত জেনে নিন

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Beti Padhao Scholarship: রাজ্যের সকল ছাত্র-ছাত্রীদের পড়াশোনা সুবিধার্থে বিভিন্ন স্কলারশিপ রয়েছে। যারা দরিদ্র দুস্থ পরিবার থেকে আসছে পড়াশোনার খরচ চালাতে পারছে না তাদের জন্য একাধিক স্কলারশিপের ব্যবস্থা করেছে সরকার। এছাড়াও অন্যান্য মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা। ২০২৪ সালে যারা মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য নতুন স্কলারশিপ চালু হয়েছে।

তবে সকল সরকারি স্কলারশিপ গুলোর কথা তো আমরা জানি। তাই আজকের প্রতিবেদন আলোচনা করব একটি জনপ্রিয় বেসরকারি স্কলারশিপ নিয়ে, স্কলারশিপটি যারা উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার সফলভাবে উত্তীর্ণ হয়েছে তারা প্রত্যেকেই পাবেন। জনপ্রিয় বেসরকারি স্কলারশিপে আবেদনের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন? কত টাকা পাবে? কিভাবে আবেদন করবে? সবকিছু বিস্তারিত জানানো হয়েছে এই প্রতিবেদনে।

ArcelorMittal Nippon Steel Beti Padhao Scholarship

AM/NS India হলো বিশ্বের একটি জনপ্রিয় স্টিল তৈরির কোম্পানি। এই কোম্পানি বিদ্যাসারথী পোর্টালের সহায়তায় দরিদ্র পরিবারে কন্যা সন্তানদের উচ্চশিক্ষার জন্য ArcelorMittal Nippon Steel Beti Padhao Scholarship চালু করেছে। এই স্কলারশিপ থেকে পড়ুয়ারা ৫০,০০০ টাকা পর্যন্ত বৃত্তির সুবিধা পেতে পারে। ‌ এবারে জেনে নিন কোন শ্রেণীর পড়ুয়ারা কত টাকার সুবিধা পাবে স্কলারশিপের মাধ্যমে

  • নবম শ্রেণী বার্ষিক ১২,০০০ টাকা
  • দশম শ্রেণী বার্ষিক ১২,০০০ টাকা
  • একাদশ ও দ্বাদশ শ্রেণী বার্ষিক ১৫,০০০ টাকা
  • B.E বা B.Tech কোর্স বার্ষিক ৫০,০০০ টাকা
  • গ্রেজুয়েশন বার্ষিক ৪০,০০০ টাকা
  • মেডিকেল কোর্স বার্ষিক ৫০,০০০ টাকা
  • ITI বার্ষিক ১০,০০০ টাকা
  • ডিপ্লোমা বার্ষিক ২০,০০০ টাকা
  • অন্যান্য ফুল টাইম প্রফেশনাল কোর্স বার্ষিক ৩০,০০০ টাকা
  • রাজ্য স্তরের খেলোয়াড় বার্ষিক ৫০,০০০ টাকা
  • ন্যাশনাল স্তরের খেলোয়াড় বার্ষিক ৫০,০০০ টাকা।
কারা কারা আবেদন করতে পারবেন?

এই স্কলারশিপটি যেকোনো ছাত্রী আবেদন করতে পারবেন, ছাত্রদের জন্য স্কলারশিপ নয়। আর এই স্কলারশিপের আবেদন করার জন্য পূর্ব পরীক্ষাতে ৬০ শতাংশ নাম্বার থাকতে হবে। এই বেসরকারি স্কলারশিপে শুধুমাত্র সেই সকল ছাত্রীরায় আবেদন করতে পারবে যাদের পরিবারের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার কম।

WhatsApp Group Join Now
স্কলারশিপটিতে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন?
  • ১.বিগত পরীক্ষার মার্কশিট।
  • ২.আইডেন্টিটি প্রুফ আধার কার্ড
  • ৩.ঠিকানার প্রমাণপত্র
  • ৪.ইনকাম সার্টিফিকেট
  • ৫.নতুন কোর্সে ভর্তির রশিদ
  • ৬.আবেদনকারীর ব্যাংকের পাসবুক।
কিভাবে আবেদন করবেন?
  1. বিদ্যাসারথী পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং এরপর “BROWSE AVAILABLE SCHEMES” অপশনে ক্লিক করলে ছাত্রীদের সামনে এই স্কলারশিপ Show করবে।
  2. এরপর আবেদনকারী বর্তমানে যে কোর্সে পড়াশোনা করছে সেই কোর্সের নিচে থাকে “Apply” অপশনটিতে ক্লিক করতে হবে।
  3. এরপর আবেদনকারীকে প্রথমেই নাম মোবাইল নাম্বার ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে।
  4. রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  5. এরপর আবেদনকারীর পার্সোনাল ডিটেলস, একাডেমিক ডিটেল সমস্ত কিছু ফিলাপ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩১শে আগস্ট, ২০২৪ তারিখ পর্যন্ত।
About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।