লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Aadhar Pan Card Link: আজই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক করান না হলে ভবিষ্যতে পড়তে হবে সমস্যার মুখে

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Aadhar Pan Card Link: বর্তমান সময়ে সরকারের তরফ থেকে নিয়ম করে দেওয়া হয়েছে আধার কার্ড সব থেকে গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচিত হবে। প্রত্যেক ভারতবাসীর জন্য তাই আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকের কাছে আধার কার্ড থাকাটা বর্তমানে বাধ্যতামূলক। সেই আধার কার্ড আপডেট করাটাও বাধ্যতামূলক। গত ৩১শে মে ২০২৪ এ শেষ তারিখ ছিল আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করানো।

যদি এর মধ্যে আপনারা আধার কার্ড এবং প্যান কার্ডের লিংক না করিয়ে থাকেন তবে বর্তমানে অল্প টাকা খরচ করে নিজের আধার কার্ড প্যান কার্ড এক সঙ্গে লিংক করে নিতে পারেন। আধার কার্ড দফতরের তরফ থেকে জানানো হয়েছে কিছুদিনের মধ্যেই যদি আপনি প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করে ফেলেন তাহলে ভবিষ্যতে আর কোন রকম সমস্যা হবে না। এই কাজটি খুব সহজেই বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে করতে পারবেন আপনারা (Adhaar Pan Card Link)।

অনলাইনের মাধ্যমে প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক (Aadhar Pan Card Link) করানোর নিয়ম:

১. প্রথমে আপনাদের আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২. আপনি যদি ইতিমধ্যেই নিবন্ধিত না হন তবে আপনাকে নিজেকে রেজিস্টার করতে হবে আগে।
৩. আপনার প্যান নম্বরে এবং আধার নম্বর আপনার ব্যবহারকারী আইডি হিসেবে সেট করুন।
৪. আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড এবং জন্ম তারিখ দিয়ে পোর্টালে লগইন করুন।
৫. একটি প্রপার বিজ্ঞপ্তি আপনার স্ক্রিনে প্রদর্শিত হবে যা আপনাকে আধারের সাথে প্যান লিঙ্ক করার ব্যাপারে বলবে।
৬. যদি বিজ্ঞপ্তি না আসে তবে ফাস্ট লিঙ্ক বিভাগটি ওপেন করুন।
৭. হোম পেজে আধার লিঙ্ক নির্বাচন করুন।
৮. আপনার প্যান নম্বর, আধার নম্বর টাইপ করুন এবং চেকবক্সে ক্লিক করুন।
৯. স্ক্রিনে ক্যাপচা কোড পূরণ করুন।
১০. সমস্ত তথ্য দেওয়ার পরে আপনি প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার একটা নিশ্চিতকরণ বিজ্ঞপ্তি পেয়ে যাবেন।
১১. আপনার প্যান নম্বরের সাথে আধার নম্বর লিঙ্ক হয়ে যাবে।
১২. যদি আপনার প্যান কার্ড এবং আধার কার্ডের তথ্যের মধ্যে পার্থক্য থাকে তবে আপনাকে প্রথমে সেটা আপডেট করতে হবে।

কিভাবে বুঝবেন প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক আছে কিনা?

১. প্রথমে আপনাকে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে একটি এসএমএস টাইপ করতে হবে। আপনার মোবাইলে আপনাকে টাইপ করতে হবে UIDPAN।
২. এরপরে আপনাকে ১২ সংখ্যার আইডি লিখতে হবে।
৩. এরপরে আপনাকে ১০ ডিজিটের প্যান কার্ড নম্বর লিখতে হবে।
৪. এরপরে এই এসএমএস 567678 বা 56161 নম্বরে পাঠাতে হবে।
৫. এরপরে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যদি আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করা থাকে তাহলে আপনি একটি এসএমএস পেয়ে যাবেন, যেখানে বলা হবে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা হয়েছে। পরিষেবা থেকে একটা প্রতিক্রিয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Sonakshi Sinha-Zaheer Iqbal: সম্পত্তি টাকার লোভেই কি বিয়ে? সোনাক্ষী না জাহির, কার সম্পত্তি বেশি?

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।