Ekchokho.com 🇮🇳

Punjab National Bank: ১লা এপ্রিল থেকে নিষ্ক্রিয় হবে এই অ্যাকাউন্টগুলি; গ্রাহকদের জন্য কড়া বার্তা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের! জানুন বিস্তারিত 

Published On:
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Punjab National Bank: নতুন আর্থিক বছর শুরু হওয়ার আগে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) তাদের সকল গ্রাহকদের এক নয়া বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে গ্রাহকদের ১০ই এপ্রিলের মধ্যে KYC আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে ব্যাঙ্কের তরফে। RBI-এর নির্দেশিকা অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে PNB-এর নতুন অ্যাডভাইজরিতে ৩১শে মার্চের মধ্যে KYC আপডেট করার কথা বলা হয়েছে। অন্যথায় সেই অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হতে পারে। পাশাপাশি গ্রাহকদের আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, ছবি, প্যান, আয়ের প্রমাণ এবং মোবাইল নম্বরের তথ্য আপডেট করতে হবে। গ্রাহকদের নিশ্চিত করতে হবে আইডি প্রমাণ, ঠিকানা প্রমাণ, বর্তমান ছবি, প্যান কার্ডের সাহায্যে KYC আপডেট করা হয়েছে। আয়ের প্রমাণের জন্য, ফর্ম ৬০ এবং মোবাইল নম্বর আপডেট করতে হবে গ্রাহকদের।

গ্রাহকরা PNB One অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং সার্ভিস (IBS) এর সাহায্যে KYC আপডেট করতে পারবেন। এছাড়া KYC- এর বিশদ তথ্য আপডেট করতে রেজিস্টার্ড ই-মেল বা শাখার মাধ্যমেও আপডেট করা যেতে পারে।

জেনে নিন, PNB ওয়ান অ্যাপ থেকে কিভাবে KYC আপডেট করবেন?

পিএনবি (Punjab National Bank) ওয়ান অ্যাপ থেকে আপডেট করতে গ্রাহকদের নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে।

  • প্রথমে গুগল প্লে স্টোর (Google Play Store) বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে পিএনবি ওয়ান অ্যাপ ডাউনলোড করতে হবে।
  • এরপর নিজেদের তথ্য দিয়ে লগ ইন করে অ্যাপের KYC আপডেট বিভাগে যেতে হবে।
  • এরপর নিজেদের KYC আপডেট মুলতুবি আছে কি না, তা পরীক্ষা করে দেখে নিতে হবে।
  • KYC আপডেট পেন্ডিং দেখা দেখালে ‘Update KYC’-তে ক্লিক করতে হবে।
  • এরপর OTP-ভিত্তিক আধার সনাক্তকরণের দ্বারা নিজেদের পরিচয় অনুমোদন করতে হবে।
  • আধারের সঙ্গে লিঙ্ক করা রেজিস্টার মোবাইল নম্বরে পাঠানো OTP লিখতে হবে।
  • এক্ষেত্রে নম্বরটি ওটিপি যাচাইকরণের জন্য আধারের সঙ্গে সংযুক্তকরণ করা রয়েছে কিনা সেই বিষয়ে নিশ্চিত করতে হবে।

 

অযাচিত লিংক থেকে সাবধান:

KYC আপডেটের ক্ষেত্রে PNB (Punjab National Bank) তাদের গ্রাহকদের কোনও অযাচিত লিঙ্কে ক্লিক করার বা অজানা সোর্স থেকে ফাইল ডাউনলোড করার বিরুদ্ধে সতর্ক করেছে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে, KYC আপডেটের জন্য কেবল অফিসিয়াল লিঙ্কটিই ব্যবহার করতে হবে। ব্যাঙ্ক আরো জানিয়েছে যে, নির্ধারিত সময়সীমার মধ্যে কেওয়াইসি আপডেট সম্পূর্ণ না হলে, অ্যাকাউন্টের কার্যক্রম নিষিদ্ধ করা হতে পারে। এর জন্য গ্রাহকরা তাঁদের নিকটতম PNB শাখায় যেতে পারেন বা অফিসিয়াল ওয়েবসাইটেও (https://www.pnbindia.in/) বিস্তারিত তথ্য পেতে পারেন।

জানুন, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও কিভাবে KYC আপডেট করবেন?

ইন্টারনেট ব্যাঙ্কিং সার্ভিসের (IBS) মাধ্যমেও KYC আপডেট করা যেতে পারে। এর জন্য ওয়েবসাইটে গিয়ে লগইন করতে হবে। এরপরনথিগুলি অনলাইনে আপলোড করতে হবে। সকল নথি যাচাই সম্পন্ন হলে, কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন হবে। অনলাইনে লগ ইন করার পর, সহজেই এই কাজটি করতে পারবেন গ্রাহকরা।

আরও পড়ুন। Apollo Hospitals: দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করুন, নয়তো কড়া পদক্ষেপ! সুপ্রিম কোর্টের নির্দেশ অ্যাপোলোকে

About Author