Aadhar Card Update Rules For Student: বর্তমান সময়ে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ তা সে সরকারি হোক বা বেসরকারি সবক্ষেত্রেই আধার কার্ডের তথ্য জমা করা আবশ্যক। পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রদান করার জন্য প্রয়োজন হয় আধার কার্ডের। তাই বর্তমানে আধারের তথ্য সর্বদা আপডেট রাখতে হয় দেশবাসীকে। এই সকল নিয়ম পড়ুয়াদের ক্ষেত্রেও (Student Aadhar Card) একইভাবে প্রযোজ্য। সরকারি প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে প্রদানের ক্ষেত্রে পড়ুয়াদের আধার কার্ডও একান্ত জরুরী। তাই শিক্ষা দপ্তরের তরফে পড়ুয়াদের আধার কার্ড নিয়ে অনেক আগেই জরুরি ঘোষণা করা হয়েছিল। এই আবহে আধার কার্ড নিয়ে আরো এক জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে শিক্ষা দফতরের তরফে। আজকের প্রতিবেদনে জেনে নিন পড়ুয়াদের ক্ষেত্রে আধার কার্ড সংক্রান্ত কি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
পড়ুয়াদের আধার কার্ড (Student Aadhar Card) নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি:
সূত্র মারফত জানা গিয়েছে, কিছুদিন আগেই শিক্ষা দফতরের তরফে একটি নির্দেশিকায় বলা হয়েছিল যে স্কুলে ভর্তির হওয়ার সময় শিশুর আধার কার্ড থাকা বাধ্যতামূলক। আর এবার আধার কার্ড (Aadhar Card) সংক্রান্ত আরও একটি ঘোষণা করা হয়েছে। মূলত আধার কার্ড আপডেট নিয়েই নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। ইতিমধ্যে সেই সংক্রান্ত চিঠি পৌঁছে গিয়েছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুলের জেলা পরিদর্শক এবং স্কুল আধিকারিকদের কাছে। নির্দেশিকায় বলা হয়েছে, মাত্র ১ বার নয়, স্কুল পড়ুয়াদের আধার যাচাইকরণ করা হবে ২ বার।
বিগত কয়েক বছরে স্কুল পড়ুয়াদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী, সবুজ সাথী-সহ একাধিক প্রকল্প শুরু করেছে। আর সেই সব প্রকল্প থেকে কোনো পড়ুয়া যাতে বঞ্চিত না হয়ে যায় সেই কারণে রাজ্য সরকারের তরফে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জানা যাচ্ছে, এবার থেকে সম্পূর্ণ বিনামূল্যে দু’বার স্কুল পড়ুয়াদের আধার কার্ডের আপডেট করা হবে। এক বার পাঁচ বছর বয়সে ও তারপর ১৫ বছর বয়সে। এই আপডেট প্রক্রিয়ার দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট স্কুল এবং বিদ্যালয় জেলা আধিকারিকরা। পাশাপাশি, বিজ্ঞপ্তিতে অনুসারে, সর্বভারতীয় স্তরের যে পরীক্ষাগুলি হয় সেই সব পরীক্ষাতে আবেদনের ক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে ফোন নম্বরের লিঙ্ক থাকা বাধ্যতামূলক।
বিজ্ঞপ্তিতে কিউআর!
পুরো বিষয়টি ভালোভাবে সকলকে বোঝানোর জন্য শিক্ষা দফতর থেকে একটি নয়া উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দফতরের তরফে সম্প্রতি যে নির্দেশিকা পেশ করা হয়েছে তাতে রয়েছে একটি কিউআর কোড। সেই কিউআর কোডটি স্ক্যান করলে আধার কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত একটি ভিডিয়োর দেখা মিলবে আর সেখানেই সমস্ত বিষয় বিস্তারিত ভাবে দেখানো হবে। একই মতামত প্রেরণ করেছেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল। তিনি জানিয়েছেন, ‘‘এখন সরকারি যে কোনও সুযোগ সুবিধা পেতে হলে আধার থাকা বাধ্যতামূলক। আর আমাদের রাজ্যে ছাত্র-ছাত্রীরা যে হেতু প্রায় সবাই কোনও না কোনও ভাবে উপভোক্তা তাই সে ক্ষেত্রে তাদের আধার কার্ড থাকতেই হবে।”
অবশ্যই পড়ুন। Madhyamik Result: মাধ্যমিক ২০২৫-এর ফলপ্রকাশের দিন ঘোষণা? ১২ মে না ২০ মে, কী বলছে পর্ষদ!