Ekchokho.com 🇮🇳

Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগে প্রতি মাসে মিলবে ৯২৫০ টাকা; জানুন বিস্তারিত 

Published On:
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Post Office Scheme: মিউচুয়াল ফান্ডের যুগে ঝুঁকি এবং নিরাপদ বিনিয়োগের জন্য সাধারণ মানুষ আজও ব্যাঙ্ক বা পোস্ট অফিসের উপরই অধিক নির্ভরশীল। গ্রাহকদের জন্য পোস্ট অফিস ইতিমধ্যে একাধিক লাভজনক স্কিম (Post Office Scheme) চালু করে করেছে। পোস্ট অফিসের সঞ্চয় অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট (FD), রেকারিং ডিপোজিট (RD) এবং বিভিন্ন বিনিয়োগ প্রকল্পে অর্থ লগ্নি করতে পারেন সাধারণ মানুষ। আজকের প্রতিবেদনে আলোচনা করা হলো পোস্ট অফিসের এমনই একটি জনপ্রিয় স্কিম (Post Office Scheme) সম্পর্কে। যেখানে একবার বিনিয়োগে প্রতি মাসে নিশ্চিত আয় পাবেন গ্রাহকরা।

প্রকল্পের নাম (Name Of the Scheme):

পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প বা MIS। পোস্ট অফিস এমআইএস স্কিমে (Post Office MIS Scheme) গ্রাহকরা এককালীন বিনিয়োগে প্রতি মাসে সুদ উপার্জন করতে পারবেন।

জেনে নিন, বিনিয়োগের পরিমাণ:

এই স্কিমে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ১০০০ টাকা এবং একক অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ বিনিয়োগ ৯ লক্ষ টাকা এবং যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে ১৫ লক্ষ টাকা।

জানুন, সুদের হার:

এই স্কিমে বার্ষিক সুদের হার ৭.৪%।

জানুন, এই স্কিমের স্কিমের মেয়াদ সম্পর্কে:

পোস্ট অফিস MIS স্কিমের মেয়াদ ৫ বছর।

উল্লেখ্য, বিনিয়োগ অনুপাতে প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হবে গ্রাহকদের।

MIS স্কিমে বিবাহিতদের জন্য রয়েছে বিশেষ সুযোগ:

পোস্ট অফিসের MIS স্কিমের কোনো গ্রাহক যদি বিবাহিত হন তবে স্ত্রীর সঙ্গে MIS স্কিমে একটি যৌথ অ্যাকাউন্ট খুলতে পারবেন। যৌথ অ্যাকাউন্টে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করা যাবে। এক্ষেত্রে প্রতি মাসে ৯২৫০ টাকা সুদ হিসেবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে।

উল্লেখ্য, এটি ভারত সরকার দ্বারা অনুমোদিত একটি প্রকল্প হওয়ায় বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ এবং গ্রাহকরা প্রতি মাসে নির্দিষ্ট হারে সুদ পাবেন।

জেনে নিন, ৫ বছর পর কি হবে?

৫ বছর পর গ্রাহকরা আসল ১৫ লক্ষ টাকা ফেরত পাবেন। তবে ৫ বছর পূর্ণ হওয়ার আগে কোনো বিশেষ পরিস্থিতিতে টাকা তোলা যাবে।

পোস্ট অফিস এমআইএস স্কিম (Post Office MIS Scheme) নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নিশ্চিত মাসিক আয়ের সুযোগ প্রদান করে গ্রাহকদের। কম ঝুঁকিতে স্থিতিশীল রিটার্ন চাইলে এটি একটি আদর্শ স্কিম হতে পারে।

আরও পড়ুন। UPI Payments: বন্ধ হতে পারে UPI পেমেন্ট! নতুন নিয়ম জারি ১লা এপ্রিল থেকে; জানুন বিস্তারিত 

About Author