Ekchokho.com 🇮🇳

Rail Fare: ভারতীয় রেলে সুদীর্ঘ ৩৫০ কিমি পথ যেতে খরচ হয় মাত্র ১২১ টাকা, জানেন বাংলাদেশ-পাকিস্তানে এই খরচ কত?

Published On:
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Rail Fare: ভারতীয় রেলে বিশ্বের অন্যতম বৃহৎ রেল পরিষেবা দিয়ে আসছে সাধারণ মানুষকে। এদিন একটি বৈঠকে দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান ভারতীয় রেলের জেনারেল ক্লাসে ৩৫০ কিমি পথ যাত্রা করতে খরচ হয় মাত্র ১২১ টাকা। যা বিশ্বের অন্যান্য দেশের রেলের খরচের চেয়ে অনেকাংশেই কম। এদিন এই প্রসঙ্গে তাঁর মুখে পাকিস্তান এবং বাংলাদেশের মতো ভারতের দুই প্রতিবেশী দেশের রেল পরিষেবার খরচ (Rail Fare) সম্পর্কেও তিনি অবগত করেন।

এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যসভায় বক্তব্য রাখার সময় জানান যে পশ্চিমা দেশগুলিতে ভারতের তুলনায় রেল পরিষেবার ক্ষেত্রে ১০ থেকে ২০ শতাংশ বেশি ভাড়া (Rail Fare) নিয়ে থাকে। ভারতে যেখানে ৩৫০ কিমিতে ১২১ টাকা খরচ হয় সেখানে পাকিস্তানে খরচ হয় ৪৩৫ টাকা, একই দূরত্ব হিসেবে শ্রীলঙ্কায় ৪১৩ টাকা এবং বাংলাদেশে ৩২৩ টাকা নেওয়া হয়।

এদিন তিনি জানান ভারতীয় রেলে ২০২০ সালের পর থেকে ট্রেন ভাড়া (Rail Fare) বাড়ানো হয়নি। এক্ষেত্রে ভারতীয় রেল যাত্রার সময় ভর্তুকি বাবদ যাত্রীদের ভাড়ার (Rail Fare) ৪৭ শতাংশ প্রদান করে আসছে।

এদিন তিনি জানান যদি ভারতীয় প্রতিবেশী দেশ গুলোর সাথে তুলনা করা হয় তবে ভারতীয় রেলের ভাড়া সবচেয়ে সস্তা। যদি ৩৫০ কিলোমিটার পথ হিসেবে দেখা যায় তবে ভারতীয় রেলের জেনারেল ক্লাসের ভাড়া (Rail Fare) ১২১ টাকা, যেখানে পাকিস্তানে ৪৩৬, বাংলাদেশে ৩২৩ টাকা এবং শ্রীলঙ্কায় ৪১৬ টাকা দিতে হয় যাত্রীদের।

এই বিষয়ে বলে রাখা ভালো যে অর্থের পরিমাণ দেখে রেলের ভাড়ার হিসেব করলেই সঠিক তুলনা হবে এমনটা নয়। কারণ বাকি তিন দেশে ভারতীয় টাকার মূল্য বেশি। যেমন পাকিস্তানে এক ভারতীয় টাকা সমান ৩.২১ পাকিস্তানি রুপি, বাংলাদেশী টাকার হিসেবে ১.৪০ টাকা এবং ৩.৪২ শ্রীলঙ্কান রুপির সমান।

আরও পড়ুন। Retirement Age: সরকারি কর্মীদের অবসরের বয়সে বড় পরিবর্তন? ৬০ না ৬২, সত্যিটা জানলে অবাক হবেন!

About Author
Parna Mandal

আমি পর্ণা মন্ডল। একজন নিউজ রাইটার। গত ২ বছর ধরে এই প্রফেশনের সাথে যুক্ত রয়েছি। ট্রেন্ডিং, বিনোদন, স্বাস্থ্য, বিনিয়োগ, চাকরির খবর সহ একাধিক ক্ষেত্রে খবর লিখতে পারদর্শী।