Ekchokho.com 🇮🇳

Smart Meter: স্মার্ট মিটার বসানোয় নারাজ সাধারণ মানুষ, শুরু হল রাস্তায় নেমে বিক্ষোভ! জেনে নিন বিস্তারিত

Last Updated:
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Smart Meter: ঋতু চক্রের হিসেবে বসন্ত কাল হলেও ঠাণ্ডা বাতাসের লেশ মাত্র নেই। ফলেই ওকাল গ্রীষ্মের দাবদাহে অশান্ত রয়েছে জনজীবন। ইতিমধ্যেই গরম ভাবে নাজেহাল রয়েছে গোটা ভারত। এর মধ্যেই শুরু হয়েছে নতুন বিতর্ক। শোনা যাচ্ছে বিদ্যুৎ পরিষেবা আরও স্বচ্ছ এবং আধুনিক করে তুলতে স্মার্ট মিটার (Smart Meter) প্রকল্পের কথা ভাবছে ভারত সরকার। তবে এই খবর সামনে আসার পর থেকেই এই নতুন স্মার্ট মিটারের (Smart Meter) বিরোধিতা করছে সাধারণ মানুষ।

পশ্চিমবঙ্গ সহ গোটা ভারত জুড়ে উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট, তামিলনাড়ুর বিভিন্ন অঞ্চলে স্মার্ট মিটার (Smart Meter) বসানোর বিপক্ষে বিক্ষোভ শুরু হয়েছে। যার জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে বিদ্যুৎ কর্মচারীরাও এর বিরোধিতা কোর রাস্তায় নেমেছে। চলুন জেনে নিই বিস্তারিত।

কি এই স্মার্ট মিটার (Smart Meter) ?

আসলে এই স্মার্ট মিটার হলো একটি উন্নত প্রযুক্তির বৈদ্যুতিক মিটার যা ম্যানুয়াল রিডিং এর পরিবর্তে স্বয়ংক্রিয় ভাবে বিদ্যুত ব্যবহারের পরিমাণ নির্দিষ্ট করতে পারে। এবং সরাসরি বিদ্যুৎ সংস্থার পোর্টালে সেই ডেটা পাঠিয়ে দিতে পারে এই বিশেষ মিটারটি। যার ফলে বিদ্যুতের অপচয় এবং চুরি সংক্রান্ত সমস্যা সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

তবে অনেক গ্রাহকদের এক্ষেত্রে মত যে স্মার্ট মিটার (Smart Meter) বসানোর পর থেকে বিদ্যুতের খরচ বেড়ে গেছে। আবার মিটার রিডিং বন্ধ হওয়ায় কর্মহীনতা দেখা দেবে বিদ্যুৎ কর্মচারীদের একাংশের মধ্যে। আবার অভিযোগ উঠছে যে বিদ্যুৎ অফিস থেকে জোর করে বাড়িতে বসিয়ে দিয়ে যাওয়া হচ্ছে স্মার্ট মিটার (Smart Meter)। এছাড়াও উঠছে বিদ্যুৎ সংযোগ চলে যাওয়ার মতো অভিযোগও।

স্মার্ট মিটারের (Smart Meter) বিরুদ্ধে উঠছে বিক্ষোভের সুর:

বিহার রাজ্যের বিভিন্ন জায়গায় স্মার্ট মিটার বসানো নিয়ে উঠছে বহু অভিযোগ। উত্তরপ্রদেশে এই পরিস্থিতি আরও জটিল হয়ে গিয়েছে। সেখানে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ অফিস ঘেরাও করার মতো সমস্যাও দেখা যাচ্ছে। এছাড়াও গুজরাট এবং তামিলনাড়ুতেও বিক্ষিপ্ত প্রতিরোধ দেখা গিয়েছে। পশ্চিমবঙ্গেও ক্রমে বাড়ছে বিতর্ক। কলকাতা, বারাসাত, মধ্যমগ্রাম এবং কল্যানী সহ একাধিক জায়গায় সাধারণ মানুষ অভিযোগ জানিয়েছেন এই নতুন স্মার্ট মিটার নিয়ে।

স্মার্ট মিটার (Smart Meter) সম্পর্কে রাজ্য সরকারের বক্তব্য:

স্মার্ট মিটার বসা নিয়ে ইতিমধ্যেই একাধিক বিবৃতি সামনে এসেছে। যার খবর অনুযায়ী ইতিমধ্যে ১.২৫ লক্ষ স্মার্ট মিটার বসানোর কাজ শেষ হয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে। ২০২১ সাল থেকে স্মার্ট মিটার (Smart Meter) বসানোর কাজ শুরু হয়। যার ফলে দিকে দিকে বঙ্গ জুড়েও উঠছে স্মার্ট মিটার প্রত্যাখ্যান করার ঝড়।

স্মার্ট মিটারের (Smart Meter) ভবিষ্যত:

ইতিমধ্যেই সরকারি ভাবে সমস্ত অভিযোগ খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। তবে সরকারের দৃঢ় বিশ্বাস এই নতুন প্রযুক্তির মিটারে বিদ্যুৎ ব্যবস্থায় দীর্ঘমেয়াদি উন্নতি হতে পারে। তবে এত মানুষের অভিযোগ অনুযায়ী পদক্ষেপ না নিতে পারলে স্মার্ট মিটারের ভবিষ্যত যে অন্ধকারেই থাকবে এই কথা এক প্রকার নিশ্চিত হয়ে রয়েছে।

আরও পড়ুন। Roof Cooling During Summer: গরমে এই পদ্ধতি অনুসরণ করলেই ঠান্ডা থাকবে ছাদ এবং ঘর! জেনে নিন বিস্তারিত

About Author
Parna Mandal

আমি পর্ণা মন্ডল। একজন নিউজ রাইটার। গত ২ বছর ধরে এই প্রফেশনের সাথে যুক্ত রয়েছি। ট্রেন্ডিং, বিনোদন, স্বাস্থ্য, বিনিয়োগ, চাকরির খবর সহ একাধিক ক্ষেত্রে খবর লিখতে পারদর্শী।