Ekchokho.com 🇮🇳

Seventh Pay Commission: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, সপ্তম বেতন কমিশন বসার দিনক্ষণ জানিয়ে দিলো রাজ্য সরকার !!

Published On:
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Seventh Pay Commission: সম্প্রতি পশ্চিমবঙ্গ জুড়ে সপ্তম বেতন কমিশন (Seventh Pay Commission) বসা নিয়ে জোর কদমে চলছে আলোচনা। এরই মাঝে সুখবর এলো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। এক ধাক্কায় হাজার হাজার টাকা বেতন বৃদ্ধি পেলো কর্মচারীদের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্প্রতি এই বেতন বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা করেছেন। এক্ষেত্রে সর্ব নিম্ন বেতন ১৬ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন করা হয়েছে ৩৮ হাজার টাকা। এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে যে রাজ্য সরকারের কোন কোন পদের কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে।

জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে সরকারি বাসের চালকদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই নতুন বেতন বৃদ্ধি অনুযায়ী সপ্তম বেতন কমিশন (Seventh Pay Commission) বসার আগেই সুখবর এলো রাজ্যের সরকারি বাস চালকদের জন্য। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আটকে থাকা বেতন বৃদ্ধি থেকে শুরু করে ডিএ সব নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই বললেই চলে। বর্তমানেও সপ্তম বেতন কমিশন (Seventh Pay Commission) নিয়ে চলছে জল্পনা। জল্পনা থেকে জানা যাচ্ছে আগামী বছরে নতুন পে কমিশন গঠনের কথা ভাবছে রাজ্য সরকার।

তবে এখনো সরকারি ভাবে কিছু না জানিয়ে মুখে কুলুপ এঁটেছে মমতা (Mamata Banerjee) সরকার। সম্প্রতি পেশ হওয়া বাজেটেও এই বিষয়ে বিশদ জানানো হয়নি। তবে গোপনে প্রস্তুতি চলছে বলে খবর। এরই মাঝে বেতন বৃদ্ধির খবর এলো রাজ্যের সরকারি বাস চালকদের জন্য। বেতন সীমা থাকছে ১৬,০০০ থেকে ৩৮,০০০ টাকা।

এর আগে নূন্যতম বেতন ছিল ১৩ হাজার ৫০০ টাকা। যা এবারের নতুন বৃদ্ধিতে হয়ে দাঁড়ালো ১৬ হাজার টাকা। একই ভাবে সর্বচ্চো বেতনের পরিমাণ দাঁড়ালো ৩৮ হাজার টাকা। রাজ্যের চুক্তিভিত্তিক বাস চালকদের ক্ষেত্রে আট বছর পর বেতন বৃদ্ধির পথে হাঁটলো রাজ্য সরকার। জানুয়ারি থেকেই এই বেতন বৃদ্ধির হিসেবে বেতন দেওয়া হবে বলে জানা যাচ্ছে। চলতি মাসের শেষে তিন মাসের টাকা একসাথে মিলবে বলে পাওয়া যাচ্ছে খবর। সপ্তম বেতন কমিশন (Seventh Pay Commission) বসার খবরের মাঝেই এই আকস্মিক বেতন বৃদ্ধির খবরে খুশি সরকারি বাস চালকরা।

আরও পড়ুন। UPI Payments: বন্ধ হতে পারে UPI পেমেন্ট! নতুন নিয়ম জারি ১লা এপ্রিল থেকে; জানুন বিস্তারিত 

About Author
Parna Mandal

আমি পর্ণা মন্ডল। একজন নিউজ রাইটার। গত ২ বছর ধরে এই প্রফেশনের সাথে যুক্ত রয়েছি। ট্রেন্ডিং, বিনোদন, স্বাস্থ্য, বিনিয়োগ, চাকরির খবর সহ একাধিক ক্ষেত্রে খবর লিখতে পারদর্শী।