Ekchokho.com 🇮🇳

BSNL 5G SERVICE: এবার Jio এবং Airtel-কে টেক্কা দিতে 5G নিয়ে আসছে BSNL, কিছুদিন পর থেকেই গ্রাহকরা পাবেন পরিষেবা !!

Last Updated:
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BSNL 5G SERVICE: আজকের দিনে ইন্টারনেট ছাড়া জীবন প্রায় অচল। অফিসের কাজ থেকে অনলাইন ক্লাস, সিনেমা দেখা থেকে সোশ্যাল মিডিয়া— সব কিছুতেই প্রয়োজন দ্রুতগতির নেটওয়ার্ক। অথচ দেশের অনেক জায়গায় এখনও মানসম্পন্ন ইন্টারনেট পরিষেবা পৌঁছায়নি। (Jio 5G) ও (Airtel 5G) চালু হলেও, (BSNL) গ্রাহকদের এখনও (4G) নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। ফলে বহু গ্রাহক অসন্তুষ্ট হয়ে অন্য সংস্থার দিকে ঝুঁকছেন। কিন্তু এবার সেই পরিস্থিতি বদলাতে চলেছে। কারণ কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, খুব শীঘ্রই (BSNL 5G) পরিষেবা চালু হতে চলেছে।

(BSNL)-এর দীর্ঘ প্রতীক্ষার অবসান?

বিগত কয়েক বছর ধরে (BSNL)-এর তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে, প্রথমে (4G) পরিষেবা এবং তারপর ধাপে ধাপে (5G) চালু করা হবে। কিন্তু গ্রাহকদের অপেক্ষা শেষ হয়নি। ফলে রাষ্ট্রায়ত্ত এই সংস্থার জনপ্রিয়তা কমতে থাকে। তবে এবার বিষয়টি বাস্তবে রূপ পেতে চলেছে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী (Jyotiraditya Scindia) স্পষ্ট জানিয়েছেন, আগামী জুন মাস থেকে (BSNL 5G) পরিষেবা চালুর কাজ শুরু হবে। কিন্তু গ্রাহকরা ঠিক কবে থেকে এই পরিষেবা ব্যবহার করতে পারবেন, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

কীভাবে চালু হবে (BSNL 5G)?

মন্ত্রী জানান, (BSNL)-এর বর্তমান (4G) টাওয়ারগুলিতে সফটওয়্যার ও হার্ডওয়্যার আপডেট করলেই সেগুলো (5G) পরিষেবা দেওয়ার উপযোগী হয়ে যাবে। ইতিমধ্যেই দেশে ৮৯ হাজারের বেশি (4G) টাওয়ার বসানো হয়েছে, এবং মে-জুনের মধ্যে ১ লাখের বেশি টাওয়ার বসানোর কাজ সম্পন্ন হবে। এরপর ধাপে ধাপে সেগুলিকে (5G) নেটওয়ার্কে উন্নীত করা হবে। তবে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে।

প্রতিযোগিতায় টিকে থাকা কি সম্ভব?

এখন প্রশ্ন উঠছে, যখন (Jio 5G) এবং (Airtel 5G) পরিষেবা দেশের অধিকাংশ জায়গায় চালু হয়ে গিয়েছে, তখন (BSNL) কীভাবে প্রতিযোগিতায় টিকে থাকবে? বিশেষজ্ঞদের মতে, (BSNL) যদি কম খরচে ভালো পরিষেবা দিতে পারে, তাহলে তারা ফের একবার বাজারে নিজেদের জায়গা শক্ত করতে পারবে। বিশেষ করে যেসব গ্রাহক এখনো (BSNL)-এর সঙ্গে রয়েছেন, তাদের ধরে রাখতে গেলে আকর্ষণীয় (5G Plans) আনতে হবে।

নতুন চমক নিয়ে আসছে (BSNL)

এছাড়া, কেন্দ্র সম্প্রতি ঘোষণা করেছে যে ‘(Sanchar Saathi)’ পোর্টালের মাধ্যমে ভুয়া মোবাইল সংযোগ বন্ধ করার কাজ চলছে। এখনো পর্যন্ত ১.৭৫ কোটি ভুয়া (SIM) নিষ্ক্রিয় করা হয়েছে এবং ১.৫ লক্ষেরও বেশি (WhatsApp Group) নিষিদ্ধ করা হয়েছে। ফলে শুধুমাত্র (BSNL 5G) নয়, সুরক্ষিত নেটওয়ার্ক তৈরির দিকেও সরকার জোর দিচ্ছে। সব মিলিয়ে, জুন মাস থেকে (BSNL 5G) প্রকল্পের কাজ শুরু হলেও গ্রাহকদের হাতে পরিষেবা পৌঁছতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। এখন দেখার, রাষ্ট্রায়ত্ত সংস্থা (BSNL) কীভাবে এই নতুন প্রতিযোগিতায় নিজেদের জায়গা ধরে রাখতে পারে।

আরও পড়ুন। Ration Card: রেশন কার্ডের জন্য নতুন নিয়ম চালু করলো রাজ্য সরকার, আগের মতো করে আর মিলবে না রেশন !!

About Author