Ration Card: কেন্দ্রীয় সরকারের নির্দেশে প্রতিটি মানুষের আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের (Ration Card) সংযুক্তিকরণ করা হয়েছিল অনেক আগেই। সম্প্রতি জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার এবার রেশন কার্ডের সঙ্গে ভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও সংযুক্ত করতে চাইছে। এমনকি রেশন বণ্টন সংক্রান্ত যে নির্দেশিকা তাতেও প্রয়োজন অনুসারে সংশোধনের প্রস্তাব দেওয়ার কথা চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রক।
আগামীতে কি ভর্তুকি শুরু হবে?
এরপর থেকেই প্রশ্ন উঠছে যে করেছে, আগামীতে কি তবে রেশনে চাল-গম দেওয়ার বদলে মূল্য ধরে দেওয়ার নীতিতে নগদ ভর্তুকির দিতে চাইছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক? এই ব্যাপারে খাদ্যমন্ত্রী রথিন ঘোষ জানান, “রেশনের ভর্তুকি বা লিঙ্ক, এই সংক্রান্ত কোনও বিষয় কেন্দ্রের তরফে এখনও অবধি রাজ্যকে জানানো হয়নি। কোনও কথাও হয়নি এ ব্যাপারে। সবটাই কেন্দ্রের ভাবনার স্তরে রয়েছে।
তিনি জানিয়েছেন, রাজ্যে ৯৫ শতাংশের বেশি ভোক্তাদের কেওয়াইসি করা আছে। আধার লিঙ্ক আছে। ফলে ব্যাঙ্কের তথ্য পেতে কেন্দ্রের কোনো অসুবিধা হবেনা। এর জন্য ভোক্তাদের লাইন দেওয়ার কোনও কারণই নেই।
সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ কেন্দ্রীয় খাদ্যসচিবের সহিত বৈঠক করেন রাজ্যের খাদ্যসচিবরা। বৈঠকেই কেন্দ্রীয় সরকার তাদের প্রস্তাবের কথা জানায়। রেশন বণ্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত ২০১৫ সালের নির্দেশিকা সংশোধনের কথাও বলা হয়।
সংশোধন অনুসারে, নতুন রেশন কার্ড দেওয়ার সময় যখন পরিবারের প্রধানের ই-কেওয়াইসি ফর্ম পূরণ করা হবে, তখন রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কের পাশাপাশি ভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও নিয়ে নেবে।
আরও পড়ুন: Ajker Rashifal: ১২ই মার্চের রাশিফল: গণেশের আশীর্বাদে বদলে যাবে এই ৪ রাশির ভাগ্য!