Ekchokho.com 🇮🇳

১৭ বছর পর BSNL-এর চমক! Jio-র একাধিপত্যে ফাটল ধরল? নয়া রিপোর্টে উঠে এল অবাক করা তথ্য

 দেশের টেলিকম দুনিয়ায় ফের নতুন করে জমে উঠেছে লড়াই। একসময়ের জনপ্রিয় রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) দীর্ঘদিন ধরেই লোকসানে চলছিল। গ্রাহক সংখ্যা হ্রাস, পরিষেবার মান পড়তি, বেসরকারি সংস্থার আধিপত্য— সব মিলিয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল BSNL। কিন্তু সময় বদলেছে। সম্প্রতি সংস্থার নতুন রিপোর্ট বলছে, BSNL ধীরে ...

Updated on:

BSNL

 দেশের টেলিকম দুনিয়ায় ফের নতুন করে জমে উঠেছে লড়াই। একসময়ের জনপ্রিয় রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) দীর্ঘদিন ধরেই লোকসানে চলছিল। গ্রাহক সংখ্যা হ্রাস, পরিষেবার মান পড়তি, বেসরকারি সংস্থার আধিপত্য— সব মিলিয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল BSNL। কিন্তু সময় বদলেছে। সম্প্রতি সংস্থার নতুন রিপোর্ট বলছে, BSNL ধীরে ধীরে নিজেদের অবস্থান ফের শক্ত করছে।

চাপে কি Jio-র একাধিপত্য?

বিগত এক দশকে দেশের টেলিকম বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে Reliance Jio। কম দামে ইন্টারনেট ও ভয়েস কলের সুবিধা দিয়ে ভারতীয় টেলিকম দুনিয়ায় বিপ্লব এনেছে সংস্থাটি। কিন্তু সাম্প্রতিক রিপোর্ট বলছে, এই একাধিপত্যে ফাটল ধরছে! ধুঁকতে থাকা BSNL ফের নতুন কৌশল নিয়ে মাঠে নেমেছে। বিশেষ করে ৪জি পরিষেবা চালুর পর থেকেই সংস্থার লাভের গ্রাফ ঊর্ধ্বমুখী।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১৭ বছর পর BSNL-এর ঘুরে দাঁড়ানোর মুহূর্ত

বিগত ১৭ বছর ধরে লোকসানে চলা BSNL এবার নতুন দিশা দেখছে। সংস্থার সদ্য প্রকাশিত তৃতীয় ত্রৈমাসিক রিপোর্টে উঠে এসেছে এক অবিশ্বাস্য তথ্য— তিন মাসের ব্যবধানে ২৬২ কোটি টাকা লাভ করেছে BSNL! দীর্ঘদিন পর এই মুনাফার মুখ দেখায় সংস্থার অন্দরেও উচ্ছ্বাসের হাওয়া। কেন্দ্রীয় টেলিকমিউনিকেশন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, “এটা BSNL-এর ঘুরে দাঁড়ানোর সময়। তারা ফের নিজেদের জায়গা পুনরুদ্ধার করছে।”

কেন গ্রাহক সংখ্যা বাড়ল হঠাৎ?

লোকসানে চলা BSNL হঠাৎ এত লাভের মুখ দেখল কীভাবে? সংস্থার দাবি, এর পেছনে রয়েছে বেশ কয়েকটি বড় কারণ—

  1. ৪জি পরিষেবা চালু: বহু প্রতীক্ষার পর নিজেদের ৪জি পরিষেবা চালু করেছে BSNL, যা অনেক গ্রাহককে আকৃষ্ট করেছে।
  2. সস্তায় রিচার্জ প্ল্যান: Jio ও Airtel যেখানে ধারাবাহিকভাবে রিচার্জের দাম বাড়িয়েছে, সেখানে তুলনামূলক কম খরচে পরিষেবা দিচ্ছে BSNL।
  3. ফাইবার ইন্টারনেটের সম্প্রসারণ: ‘ফাইবার টু হোম’ ও ‘লিজড লাইন’ পরিষেবা থেকে সংস্থার আয় ১৪-১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
  4. বিভিন্ন নতুন পরিষেবা: ‘ন্যাশনাল ওয়াইফাই’, ‘বিটিভি’, ‘আইএফটিভি’-এর মতো একাধিক পরিষেবা চালুর ফলে গ্রাহক সংখ্যা বেড়েছে।

BSNL বনাম Jio— কে এগিয়ে?

বর্তমানে দেশের টেলিকম বাজারে সবচেয়ে বেশি গ্রাহক রয়েছে Reliance Jio-র, তারপর Airtel ও Vi। তবে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, BSNL-এর গ্রাহক সংখ্যা ৮.৪ কোটি থেকে বেড়ে হয়েছে ৯ কোটি। অর্থাৎ, BSNL ধীরে ধীরে বাজার ধরতে শুরু করেছে। যদিও Jio-এর মতো সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে BSNL-কে আরও উন্নত পরিষেবা দিতে হবে।

শেষ কথা— BSNL কি পারবে পুরনো গৌরব ফিরে পেতে?

BSNL-এর এই ঘুরে দাঁড়ানো নিঃসন্দেহে বড় চমক, তবে এটা স্থায়ী হবে কিনা, তা সময় বলবে। আপাতত সংস্থার লক্ষ্য ৫জি পরিষেবা চালু করা এবং আরও আধুনিক পরিষেবা দেওয়া। বিশেষজ্ঞদের মতে, Jio ও Airtel যদি তাদের রিচার্জের দাম আরও বাড়ায়, তবে গ্রাহকদের একটা বড় অংশ BSNL-এর দিকে ঝুঁকবে। ফলে সামনের দিনগুলিতে BSNL বনাম বেসরকারি টেলিকম সংস্থার প্রতিযোগিতা আরও বাড়বে।

আরও পড়ুন: Bank Holiday in March 2025: মার্চ মাসে ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ! দেখে নিন সম্পূর্ণ ছুটির তালিকা