Mamata Banerjee: গত বছরের ২৬শে ডিসেম্বর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। যেখানে বলা হয়েছিল যে, ২০২৫ সালের নয়া শিক্ষাবর্ষ থেকে সরকার অধীনস্থ প্রাথমিক স্কুলগুলিতে নতুন পাঠ্যক্রম হবে। আর এই নতুন পাঠ্যক্রমে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেমও চালু হবে অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত চলবে প্রথম সেমিস্টারের পরীক্ষা এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত চলবে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা।
জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত হবে দ্বিতীয় সেমেস্টার। সেই সময় পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) অনুমোদন ক্রমে এই নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হতে চলেছে। তবে সেই সিদ্ধান্ত নিয়ে বড় ক্ষোভ প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রাইমারিতে সেমেস্টার চালুর বিষয়ে মুখ্যমন্ত্রীর চরম অসন্তোষ
সূত্রের খবর, বৃহস্পতিবার নবান্ন সভাঘরে আয়োজিত প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাইমারিতে ক্লাস ওয়ান থেকেই সেমেস্টার চালুর প্রসঙ্গ তুলে ধরেন এবং এই সিদ্ধান্তের বিরুদ্ধাচারণ করে ধমক দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। মুখ্যমন্ত্রীর দাবি তাঁকে না জানিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয় ব্রাত্য বসুকে। এমনকি সংবাদমাধ্যমে খবর প্রকাশ হওয়া নিয়েও নিজের তাঁর অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি জানিয়ে দেন প্রাইমারিতে কোনোভাবেই সেমেস্টার চালু হবে না।