Ajker Rashifal 15 December: আজ ডিসেম্বরের ১৫ তারিখ, রবিবার! আজ শুভ যোগে ভাগ্য বদলে যাবে কিছু রাশির। এই শুভ যোগে রাশিচক্রের পাঁচ রাশির ভাগ্য বদলে যাবে। আজ অনেকের কাঙ্খিত ফল পাবেন। আবার অনেকের পরিবারের সাথে ভালো সময় কাটবে। টাকা পয়সার বৃষ্টি হতে চলেছে কিছু রাশির উপর। চলুন দেরি না করে জেনে নিই আজকের রাশিফল।
মেষ: সপ্তাহের শেষ দিনটি ভালো যাবে। ছুটির মেজাজে সকাল কাটবে। খুব একটা ফাঁকা সময় পাবেন না। দুপুরের পর কারো ফোনে বিচলিত হবেন।
বৃষ: আজ আপনার শুভ সময় শুরু হতে চলেছে। ভালো খবর আসতে পারে। ব্যবসায় কাজে ব্যস্ততা থাকবে। কাজের চাপ কম থাকবে তবে স্বাস্থ্য ভালো থাকবে।
মিথুন: নতুন কাজের চেষ্টা করে যেতে হবে। তাড়াতাড়ি সাফল্য আসবে। নতুন বছরে সুখবর আসবে। আত্মীয় নিমন্ত্রণ করতে পারে। শরীর মোটামুটি ভালো থাকবে।
কর্কট: ছুটির দিনেও কাজের চাপ থাকবে। জরুরী কোনো খবর আসতে পারে। পরিবারে ভালো সময় কাটবে। সঙ্গীর সাথে সময় ভালো কাটবে। বাজেট নিয়ে চিন্তা করতে হবে। খরচ মেপে করতে হবে।
সিংহ: আবেগের প্রতি নিয়ন্ত্রণ রাখুন। সময় কঠিন হলেও বিপদ কাটবে। কোনো দরকারি যোগাযোগ আপনাকে সাহায্য করবে। স্ত্রী ভাগ্য ভালো যাবে। প্রত্যাশিত সংবাদ পাবেন।
কন্যা: দুর সম্পর্কের আত্মীয়র সাথে দেখা হবে।নতুন কাজে পরিচিত কেউ সাহায্য করতে পারে। টাকার সমস্যা থাকলেও সময়ে কাজ শেষ হবে। অবাঞ্ছিত খরচ করবেন না।
তুলা: আধ্যাত্মিক ব্যাপারে উৎসাহ আসবে। আরও গভীর ভাবনা চিন্তার দরকার। নিজেকে নিতে সাহায্য করুন। দরকারে গুরুজনদের সাহায্য নিন।
বৃশ্চিক: স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। বিপদে পড়ার আগে ব্যবস্থা নিন। অর্থ ব্যয় হতে পারে।উত্তেজনার মধ্যে সময় কাটবে।
ধনু: সামাজিক ক্ষেত্রে মান বাড়বে। বাইরের লোকের কাছে কথার দাম হবে। বড় দায়িত্ব নিতে নিজেকে প্রস্তুত রাখুন। সতর্কতা অবলম্বন করুন।
মকর: সঙ্গ দোষে সমস্যা বাড়বে। অন্য কারো প্রতি নির্ভরশীল হবেন না। জীবন সঙ্গীর সাথে ভালো সময় কাটবে। বড় সাহায্য আসবে।
কুম্ভ: নিয়ন্ত্রিত ব্যয় প্রয়োজন। অপ্রয়োজনীয় কাজে অর্থব্যয় করবেন না। পরিবারে তর্ক করবেন না। সম্পত্তি কেনা বেচায় দেরি হতে পারে। ভ্রমণের যোগ রয়েছে। অফিসে একসাথে কাজ করলে লাভ পাবেন।
মীন: আজ অর্থ উপার্জন হবে। পরিবারে সুখ শান্তি থাকবে। ব্যবসায় লাভ আসবে। সম্পত্তি বিক্রয়ের মাধ্যমে অর্থ লাভ হবে। পুরানো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন আসবে।l