Ajker Rashifal 3 December: আজ মঙ্গলবার ডিসেম্বর মাসের ৩ তারিখ! আজ বজরঙ্গবলির আশীর্বাদে কয়েকটি রাশির অর্থগম হবে কারও ব্যবসায় অপ্রত্যাশিত লাভ হবে। সম্ভাবনা রয়েছে অর্থ লাভের। তবে ভাগ্যের লিখন সবার সমান হয়না। তাই কিছু কিছু রাশির জন্য সাবধানতা অবলম্বন করাও জরুরি হয়ে পড়ে! তাহলে চলুন জেনে নিন আজ আপনার কপালে কি আছে:
মেষ: আজ এই রাশির জন্য দিনটি মাঝারি হতে চলেছে। কোনো কাজকে ছোট মনে করে উদাসীন থাকলে পরিকল্পনা ভেস্তে যাবে। কাজে মনোযোগ বাড়াতে হবে।
বৃষ: শারীরিক সমস্যা কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে। পরিকল্পনার বাইরে এমন কিছু হতে পারে যা আপনাকে বিচলিত করবে। কাজের চাপ থাকবে। জমি বা বাড়ি কেনার কথা ভাবতে পারেন।
মিথুন: আজ আপনার জন্য দিনটি স্বাভাবিক হতে চলেছে বড় কোনো কারণে মন অশান্ত থাকতে পারে। সমাজে সম্মান বাড়বে। বাড়িতে শান্তি থাকবে।
কর্কট: হতাশা গ্রাস করলেও শক্ত থাকবেন। নিজের উপর বিশ্বাস করতে হবে। দিনের শেষে ভালো খবর আসতেও পারে। আত্মীয়ের মধ্যে সুসম্পর্ক থাকবে। ভাইবোনের মধ্যে অশান্তি থাকলেও তা স্বাভাবিক হতে শুরু করবে।
সিংহ: ব্যবসায় দিনটি ভালো। শুরুতেই অর্থ আসবে। নতুন বিনিয়োগ করা যেতে পারে। দীর্ঘদিনের জমা কাজের আজ সমাধান হবে।
কন্যা: আজ পরিস্থিতি হাতের বাইরে যাবে। তবে মেজাজ হারাবেন না। নতুন কাজের চেষ্টা করে যেতে হবে। অকারণে দোষী হতে পারেন। স্বাস্থ্য নজরে রাখুন।
তুলা: ধার্মিক কাজে মন বসে। মনে শান্তি থাকবে। দক্ষতায় প্রতিকূলতা জয় হবে। সংসারে অশান্তি হতে পারে। বাইরের কাউকে গুরুত্ব দেবেন না।
বৃশ্চিক: ভালো করেও দুর্নাম হবে। সমাজে সম্মানহানি হতে পারে। কাজে আরও বেশি মন দিতে হবে রাস্তা সাবধানে পারাপার করতে হবে।
ধনু: পেটের সমস্যায় ভুগতে হতে পারে। কাজে অগ্রগতি হবে। কঠোর পরিশ্রম ফল দিতে চলেছে। কাছের মানুষ সুখব দিতে পারে।
মকর: বিনিয়োগের কথা ভাবতে পারেন। সমস্যা কেটে সুদিন আসবে। গুরুজনের পরামর্শ নিন। অতিরিক্ত আত্মবিশ্বাস বিপদ আনতে পারে।
কুম্ভ: মানসিক শান্তি নষ্ট হতে পারে। মাথা ঠাণ্ডা রাখতে হবে। অহেতুক কিছুতে কথা বলবেন না। উপকারের প্রতিদান আশা করবেন না।
মীন: ব্যাবসা উন্নত হবে। শিল্পীদের দিনটি শুভ হবে। নতুন কাজের সন্ধান বন্ধ রাখতে পারেন। চাকরির ক্ষেত্রে বদল নেই। কাজের প্রশংসা পাবেন।
আরও পড়ুন: Ajker Rashifal 2 December: বুধাদিত্য যোগে কপাল বদলতে চলেছে ৫ রাশির চলুন জেনে নিই আজকের রাশিফল