Ajker Rashifal 29 November: আজ ২৯শে নভেম্বর শুক্রবার। হিন্দু শাস্ত্র মতে মা সন্তোষী আজ পূজিত হন। আজ বিশেষ কিছু রাশির উপর মায়ের আশির্বাদ বর্ষিত হতে চলেছে। যার ফলে সমস্যা কেটে গিয়ে ভাগ্য বদলাতে শুরু করবে এই ৪ রাশির। চলুন জেনে নিই আজ আপনার কপালে কি রয়েছে!
মেষ: মেডিটেশন করুন। মন ভালো থাকবে। কাজে ভালো সময় যাবে। বেতন বাড়বে। পদোন্নতি হতে পারে। আজ অফিসের গুরুত্বপুর্ণ কাজ শেষ হবে।
বৃষ: শুভ কাজে যোগ দিতে পারবেন। কর্মস্থলে এবং পরিবারে শান্তি থাকবে। ব্যস্ততা থাকবে। বাড়িতে সুখবর আসবে। পদোন্নতি হতে পারে।
মিথুন: আজ ভালো কিছু ঘটবে। শরীর সুস্থ রাখতে ডায়েটে মন দিন। লাভজনক বিনিয়োগ হবে আজ। ব্যবসায় লেনদেন সতর্কতার সাথে করুন।
কর্কট: ভাবনা চিন্তা করে বড়দের পরামর্শ নিয়ে এগিয়ে যান। বাড়তি খরচ কমাতে হবে। শিক্ষার্থীদের ইতিবাচক মন রাখত হবে। নিজেকে সময় দিন। জীবনে ভালো সময় আসবে।
সিংহ: আজ অর্থলাভ হবে। পরিকল্পনা সফল হবে। ভাগ্য সহায় থাকবে। আটকে থাকা কাজ শেষ হবে। সন্ধ্যার পর ভালো সময় কাটবে। খাওয়া-দাওয়া সাবধানে করুন। মনোযোগ বাড়াতে হবে।
কন্যা: আজকের দিনটি কেরিয়ারে ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে। পরিবারে সুখ শান্তি থাকবে। অর্থ লাভ হবে। ব্যস্ত দিন কাটবে। শরীর ভালো না থাকতে পারে। টাকা ধার দেবেন না।
তুলা: আজ ভাগ্য আপনার সঙ্গ দেবে। আয়ের পথ খুলবে। ব্যবসায় লাভ আসবে। সমস্ত পরিকল্পনা সফল হতে পারে। সম্পন্ন বাড়ার জয় রয়েছে। ক্লান্ত থাকবেন তাই কাজে মন লাগবেনা।
বৃশ্চিক: আজ কেরিয়ারে বিশাল উন্নতি হবে। আর্থিক উন্নতি অনিবার্য। সমাজে সম্মান বাড়বে। আটকে থাকা কাজ শেষ হয়ে আসবে। কাছে পিঠে ঘুরে আসতে পারেন।
ধনু: আজ দিনটি আপনার জন্য শুভ। সহকর্মী আপনাকে সমস্যায় ফেলতে পারে। কাজ থমকে যেতে পারে। অর্থ লেনদেনের ক্ষেত্রে সাবধান থাকুন। নইলে অর্থহানী হতে পারে।
মকর: ব্যক্তিগত ও কাজের জীবনের ভারসাম্য খুঁজে বের করুন। লক্ষ্য স্থির রাখুন। সমস্যাগুলি বুদ্ধির সাথে সমাধান করুন। মন ভালো করতে কোথাও ঘুরে আসুন।
কুম্ভ: আজ আপনি মিশ্র দিন কাটাবেন। সম্পর্কে সমস্যা আসতে পারে। সঙ্গীর স্বাস্থ্য নজরে রাখুন। প্রেমিকাকে বেফাঁস কিছু বলে অশান্তি হওয়ার লক্ষণ। কেরিয়ারে অশান্ত ভাব আসতে পারে। কাজের আরও চাপ বাড়বে।
মীন: প্রেমে ভালোবাসা ও বিশ্বাস বাড়বে। সঙ্গীর সমর্থন পাবেন। পরিবারে সুখ শান্তি থাকবে। বিদেশ ভ্রমণে যেতে পারেন। আর্থিক উন্নতি অনিবার্য। আয়ের নতুন পথ খুঁজে পাবেন।
আরও পড়ুন: Aadhaar Card UIDAI: আধার কার্ডের নাম পরিবর্তনে বড় বদল! জারি নতুন নিয়ম; জানুন বিস্তারিত