Post Office Saving Scheme: কম বিনিয়োগে ভালো রিটার্নের জন্য পোস্ট অফিসের স্কিমগুলি বরাবরই গ্রাহকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। পোস্ট অফিসের তেমনই একটি স্কিম হলো পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প বা POMIS। মাত্র একবার বিনিয়োগে ৯০০০ টাকার বেশি আয়ের সুযোগ মিলবে এই স্কিমে। আজকের প্রতিবেদনে রইল এই সম্পর্কিত বিস্তারিত তথ্য।
মেয়াদ:
পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পের মেয়াদ ৫ বছর অর্থাৎ একবার বিনিয়োগের পর আগামী ৫ বছর মাসিক আয় মিলবে।
প্রকল্পের সুদের হার:
চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিক( অক্টোবর থেকে ডিসেম্বর) এই স্কিমে বার্ষিক ৭.৪ শতাংশ হারে সুদ প্রদান করা হচ্ছে। যা অন্যান্য স্কিমের তুলনায় অনেকটাই বেশি।
বিনিয়োগের পরিমাণ:
এই স্কিমে গ্রাহকরা নূন্যতম মাত্র ১০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন। সর্বাধিক বিনিয়োগের পরিমাণ একক অ্যাকাউন্টের ক্ষেত্রে ৯ লক্ষ টাকা এবং যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে ১৫ লক্ষ টাকা।
জেনে নিন মাসিক আয়ের হিসাব :
কোনো গ্রাহক এই স্কিমে যদি ৯ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তবে প্রতি মাসে আয় হবে ৫,৫৫০ টাকা এবং ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে আয় হবে ৯,২৫০ টাকা।
জেনে নিন, বিনিয়োগ ও অ্যাকাউন্ট খোলার নিয়ম:
পোস্ট অফিসের এই স্কিমে একক একাউন্ট বা যৌথ একাউন্ট খোলার সুবিধা পাবেন গ্রাহকরা। যৌথ অ্যাকাউন্টে সর্বাধিক ৩ জন অংশীদারিত্ব করতে পারবেন। কিন্তু বিনিয়োগের অর্থ জমা করতে hbe ১০০০ টাকার গুনিতকে। এই প্রকল্পটি সরকার সমর্থিত হওয়ায় বিনিয়োগের ক্ষেত্রে ১০০ শতাংশ নিরাপত্তা মিলবে।
মিলবে মেয়াদ পূর্তির আগে টাকা তোলার সুবিধাও:
কোনো কারনবশত পাঁচ বছরের মেয়াদ পূর্তির আগে টাকা তোলার প্রয়োজন হলে টাকা সেই সুবিধাও রয়েছে এই স্কিমে। তবে এক বছরের পর থেকে এই সুবিধা পাবেন গ্রাহকরা। তবে মনে রাখতে হবে যে প্রি-ম্যাচিউর ক্লোজারের ক্ষেত্রে কিছু পেনাল্টি কেটে নেওয়া হবে।
পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প বেছে নেওয়ার কিছু কারণ:
- এই স্কিমে সুদের হার স্থির থাকায় মাসিক আয় নিশ্চিত।
- সরকারি প্রকল্প হওয়ায় এই স্কিমে বিনিয়োগের ঝুঁকি নেই বললেই চলে।
- যে কোনো ব্যক্তি খুব সহজেই পোস্ট অফিসে গিয়ে অ্যাকাউন্ট খুলে এই স্কিমের সুবিধা গ্রহণ করতে পারবেন।