PM Awas Yojona: ইতিমধ্যেই বাংলা জুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে হুলুস্থুল বেঁধে গিয়েছে। কোথাও কোথাও উঠছে স্বজন পোষণের অভিযোগ আবারও কোথাও উঠছে দুর্নীতির অভিযোগ। সব মিলিয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে ঘিরে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একটি বাজেট পেশের মাধ্যমে দুঃস্থ এবং নিজস্ব গৃহহীন মানুষদের নিজস্ব বাড়ি তৈরি করে দেওয়ার ঘোষণা করেন। কিন্তু দীর্ঘদিন এই আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্র। ফলে বঞ্চিত হচ্ছিল সাধারণ মানুষ। আর এই জন্যই রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্য সরকার দ্রুত এই প্রকল্পের কাজ এগোনোর নির্দেশ দেয়। যার জন্য আগামী ২৩ শে ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনার টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে। যদিও আগের সময় ছিল ২০ ডিসেম্বর যা কিছুটা পিছিয়ে ২৩ তারিখ করে দেওয়া হয়েছে।
মূলত গ্রাম সভা, ব্লক লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেলে ভাগ করে দেওয়া হয়েছে অনুমোদন প্রক্রিয়া। এই প্রক্রিয়া সম্পন্ন হলে শুরু হবে টাকা দেওয়া। জানা যাচ্ছে রাজ্যের তরফে আগামী ২৩ শে ডিসেম্বর থেকে টাকা বরাদ্দ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। মূলত তালিকা তৈরির কাজ সম্পন্ন করতে দেরি হওয়ায় তিনদিন করে পিছিয়ে গিয়েছে ধার্য্য সময়। জানা যাচ্ছে আগামী ২৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে এই তালিকার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করা হবে।
এদিকে খুশির খবর দিল রাজ্য সরকার। জানা যাচ্ছে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা যোগ্যদের ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে ৩১ ডিসেম্বরের মধ্যেই। অর্থাৎ নতুন বছরের আগেই উপভোক্তারা তাদের স্বপ্নের পাকা বাড়ি তৈরির অর্থ সাহায্য পেয়ে যাবেন। এই ঘোষণা দীর্ঘ বছরের অপেক্ষার পর জনগণের মনে আশার আলো নিয়ে এসেছে।
আরও পড়ুন: Ration Card: প্রায় ৬ কোটি জাল রেশণকার্ড বাতিল করল কেন্দ্র! আপনার রেশন কার্ড চালু আছে তো?