লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Holiday List 2025: ২০২৫-এ পুজোয় ১৩ দিন ও দীপাবলিতে ১ সপ্তাহ ছুটি! সরকারি কর্মীদের ছুটির তালিকা জেনে নিন

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Holiday List 2025: ২০২৪ সালের দুর্গাপূজো শেষ হয়েছে। আরো একটা বছরের অপেক্ষা। বাঙালি এই পাঁচটা দিনের জন্যই যেন ৩৬০ দিন অপেক্ষা করে থাকে। দুর্গাপূজা আসে কচ্ছপের মতন আর চলে যায় নিমেষের মধ্যে। পূজোর ৫ দিন মজা আনন্দ হাসি খেলা কোথায় যেন মিলিয়ে গেল। আবারো একটা বছরের অপেক্ষায় প্রহর গুনছে বঙ্গবাসী।

২০২৫ সালের দুর্গাপূজায় বিরাট ছুটি পাবেন সরকারি কর্মীরা। দুই সপ্তাহ ছুটি পেতে পারেন তারা । শুধু দুর্গাপূজা নয় লক্ষ্মীপূজো কালীপুজো ভাইফোঁটা ইত্যাদি মিলিয়ে পাবেন ছুটি। আগামী বছর রয়েছে বেশ কয়েকটি রবিবারের ছুটির দিন।

সবমিলিয়ে পোয়া বারো সরকারি কর্মচারীদের। ২৮ সেপ্টেম্বর পড়তে মহাষষ্ঠী। ২০২৫ সালে চতুর্থি থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি পড়বে। শুক্রবার থেকেই দেওয়া হবে ছুটি। ৮ ই অক্টোবর বুধবার পর্যন্ত ছুটি থাকছে। কোজাগরী লক্ষ্মী পূজা রয়েছে ৬ই অক্টোবর অর্থাৎ সোমবার। এরপরে ৯ অক্টোবর বৃহস্পতিবার থেকে অফিসে যেতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের।

অর্থাৎ টানা দুর্গা পুজো এবং লক্ষ্মীপূজো থাকছে ছুটি। আগামী বছর কালীপুজো রয়েছে ২০ শে অক্টোবর অর্থাৎ সোমবার। ২৩ শে অক্টোবর রয়েছে ভাই ফোঁটা। এছাড়া তার আগে রয়েছে সাপ্তাহিক ছুটি। ভাইফোটার পরে সরকারি অফিস আদালত স্কুল কিছুই খুলবে না। রয়েছে এক সপ্তাহ টানা ছুটি এবং রবিবার। ২০২৫ সালে দোল পড়েছে ১৪ই মার্চ অর্থাৎ শুক্রবার সেই দিন থাকছে ছুটি।

WhatsApp Group Join Now

তার মাঝেই এক লম্বা উইকেন্ড ছুটি পাবেন। বেরিয়ে আসতে পারেন দূরে কোথাও। ১৫ ই আগস্ট করেছে শুক্রবার এর ফলে তাতেও শুক্র শনি রবি মিলিয়ে লম্বা ছুটি। যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে ঘোষণা করা হয়নি ছুটির তালিকা। ২০২৫ সালের ২৬ শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস রয়েছে রবিবার তাই এই দিন ছুটি যাবে মার।

২ ফেব্রুয়ারি রয়েছে সরস্বতী পুজো সেদিন রবিবার! রামনবমী রয়েছে ৬ই এপ্রিল সেদিনে রবিবার অর্থাৎ ছুটি মার। মহরম রয়েছে ৬ই জুলাই সেদিন ছুটি মার যাবে। ৯ই আগস্ট রয়েছে রাখি পূর্ণিমা সেদিন রবিবার তাই ছুটি। অন্যদিকে আবার দুর্গাপুজোর দশমী পড়েছে রবিবার অর্থাৎ ২ অক্টোবর।

আরও পড়ুন: Nikita Porwal: সৌন্দর্য্য ও মেধার দুর্দান্ত মিশ্রণ! মিস ইন্ডিয়া খেতাব জয় করলেন নিকিতা পোরওয়াল

 

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।