লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Indian Railway: শনিবার হাওড়া লাইনে আবারও একাধিক ট্রেন বাতিল, পূর্ব রেল প্রকাশ করল তালিকা

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Indian Railway: আমাদের দেশের কোটি কোটি মানুষের সড়ক পরিবহনের মূল উপায় হলো রেলপথ। প্রতিদিন আমাদের দেশের কয়েক কোটি মানুষ রেলের সাহায্যে যাতায়াত করেন। তবে মাঝে মধ্যেই রিপেয়ারিং থেকে শুরু করে রক্ষনাবেক্ষণের কাজের জন্য মাঝেমধ্যে বেশ কিছু ট্রেন বাতিল হয়। এরফলে নিত্যযাত্রীরা অসুবিধার সম্মুখীন হন।

চলতি সপ্তাহের শেষে সেরকমই খবর মিলেছে। সম্প্রতি রেল সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে বর্ধমান-হাওড়া কর্ড লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য শুক্রবার ২রা অগাস্ট ও শনিবার অর্থাৎ ৩রা অগাস্ট বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। মূলত ট্রাফিক ও পাওয়ার ব্লকের কাজের জন্যই কয়েকটি ট্রেনের চলাচল ব্যাহত হবে বলে জানা যাচ্ছে রেলের তরফ থেকে। কোন কোন ট্রেন বাতিল হচ্ছে? চলুন দেখে নেওয়া যাক।

আগামী ৩রা অগাস্ট বর্ধমান থেকে EMU লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও ১২৩৭০ দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস ও ১২৩৭৮ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদাহ পদাতিক এক্সপ্রেসকে কর্ডলাইনের বদলে বর্ধমান-বান্ডেল লাইন দিয়ে চালানো হবে বলে জানানো হয়েছে। যে ট্রেনগুল লেট হবে সেগুলি হলঃ

  • ১৩১৪৮ বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস – ৫০মিনিট
  • ১২৩০৮ যোধপুর-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস – ১৫ মিনিট
  • ১২৩৪৪ হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল – ১০ মিনিট

তাছাড়া বিগত বেশ কয়েক মাস ধরে রেল পরিষেবা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। যাত্রী নিরাপত্তা নিয়েও অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে ভারতীয় রেলকে। কয়েক মাসের মধ্যে একাধিক রেল দুর্ঘটনা দেখেছে সাধারণ মানুষ যা নিয়ে সকলেই আতঙ্কে রয়েছে।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Hina Khan: কেমোথেরাপির কারণে ঝরে পড়ছে চুল, নিজেকে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন হিনা খান

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।