লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Indian Railway: বাতিল হচ্ছে হাওড়া শালিমার রুটের একাধিক ট্রেন, দুর্ঘটনার জেরেই বড়সড় বদল রেল পরিষেবায়

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Indian Railway: কয়েক সপ্তাহ পার হতে না হতেই ফের ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী রইল গোটা দেশবাসী। হাওড়া থেকে মুম্বই যাওয়ার পথে লাইনচ্যুত হল মুম্বইগামী সিএসএমটি মেল। রেল দুর্ঘটনায় আহত হয়েছে একাধিক যাত্রী, মৃত্যুর মুখে ঢলে পড়েছে বেশ কয়েকজন। সূত্রের খবর অনুযায়ী এখনো পর্যন্ত দুজন ব্যক্তির মৃত্যু হয়েছে এবং ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। সময় যত যাচ্ছে আহত-এর সংখ্যাও বাড়ছে। যাত্রীদের পরিবার যাতে যোগাযোগ করতে পারে, তার জন্য ইতিমধ্যেই খোলা হয়েছে হেল্পলাইন।

চালু করা হয়েছে বেশ কিছু নম্বর। ট্রেনের ১৮টি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে। এই ঘটনার জেরে কার্যত স্তব্ধ হাওড়া চক্রধরপুর লাইন। কি করে একের পর এক রেল দুর্ঘটনা হচ্ছে? কি জবাব আছে রেলমন্ত্রীর কাছে, কি জবাব দেবে সরকার এই নিয়ে? একাধিক প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মনে। সাধারণ যাত্রীদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে কি কোন মাথা ব্যথাই নেই সরকারের? এই ঘটনায় বেজায় ক্ষেপে উঠেছেন সাধারণ জনতা।

যেই রুটে দুর্ঘটনা ঘটেছে সেই রুটে প্রতিদিনই দূরপাল্লার বহু ট্রেন (Indian Railway) যাতায়াত করে। সেই ট্রেনগুলি বেশিরভাগ বাতিল করা হয়েছে, নয়তো সেই ট্রেনের সময় বদলে দেওয়া হয়েছে। আবার বেশ কিছু ট্রেনের যাতায়াত পথ বদল করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

  • 22861 হাওড়া – কাটপাডি এক্সপ্রেস
  • 08015/18019 খড়গপুর – ধানবাদ এক্সপ্রেস
  • 12021/12022 হাওড়া – বারবিল – হাওড়া এক্সপ্রেস
  • 13512/13511 আসানসোল – টাটা – আসানসোল এক্সপ্রেস
  • 22861- হাওড়া- টিটাগড়- কান্তাবানজি এক্সপ্রেস
  • 08015/18019- খড়্গপুর-ঝাড়গ্রাম-ধানবাদ এক্সপ্রেস
  • 12021/12022- হাওড়া-বারাবিল-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস

যে সব ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে, সেগুলি হল-

WhatsApp Group Join Now
  • 12262- হাওড়া-ছত্রপতি শিবাজী দুরন্ত এক্সপ্রেস
  • 12130- হাওড়া- পুনে এক্সপ্রেস
  • 18005- হাওড়া- জব্বলপুর এক্সপ্রেস
  • 12834- হাওড়া- আমেদাবাদ এক্সপ্রেস
  • 18477- পুরী-হৃষিকেশ এক্সপ্রেস
  • 18029- লোকমান্য তিলক কুরলা- শালিমার এক্সপ্রেস
  • 12859- ছত্রপতি শিবাজী-হাওড়া এক্সপ্রেস
  • 12833- আমেদাবাদ- হাওড়া এক্সপ্রেস
  • 13288- আরা-দুর্গ সাউথ বিহার এক্সপ্রেস- (আসানসোল- জয়চণ্ডী পাহাড়- বোকারো- রাউরকেল্লা হয়ে ঘুরে যাবে ট্রেনটি)

আরও পড়ুন: ভয়ংকর রেল দুর্ঘটনা! চক্রধরপুরে লাইনচ্যুত হাওড়া মুম্বই এক্সপ্রেসের ১৮টি বগি

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।