লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Manu Bhaker Bronze: ইতিহাসে প্রথম পদক প্যারিসে ভারতের শুটিংয়ে, ব্রোঞ্জ পদকেই সন্তুষ্ট থাকতে হয় মনু ভাকেরকে

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Manu Bhaker Bronze: ব্রোঞ্জ হলেও ইতিহাস ভারতের জন্য। অলিম্পিক শুটিংয়ে ভারতের প্রথম মহিলা, ১২ বছর পর শুটিংয়ে প্রথম পদক। মেরি কমকে (Mary Kom)দেখে হতে চেয়েছিলেন বক্সার। পরবর্তীতে শুটিংকে বেছে নেন মনু ভাকের (Manu Bhaker)। ৯টি বিশ্বচ্যাম্পিয়নশিপ পদক রয়েছে। ফলে অভিজ্ঞতা কম নয় তাঁর। এবারে ক্যাবিনেটে যোগ হল অলিম্পিক পদক।

শটটা মেরেই যেন বুঝেছিলেন, সামান্য ভুল হয়ে গেল,মুখে একটা হাসি। তবে সেটায় লুকিয়ে কিছুটা হতাশা। মাত্র পয়েন্ট .১ এর পার্থক্য ছিল। নয়তো রুপোর পদকটাও হতে পারত ভারতের। কোরিয়ান দুই প্রতিপক্ষ ছিল। শুরু থেকেই দাপট বজায় রাখেন। মাঝে বেশ কয়েকবার দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন মনু ভাকের।

রুপোর পদকটাও হতে পারতো এবারে ভারতের, তবে ভারতকে এবার ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে!

মনু ভাকের প্রথম পাঁচ শটের সিরিজের পর ৫০.৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন। দক্ষিণ কোরিয়ার প্রতিদ্বন্দ্বী ও ইয়ে জিন প্রথমে ছিলেন। দ্বিতীয় পাঁচ শটের সিরিজের পর মনু ভাকেরের পয়েন্ট দাঁড়ায় ১০০.৩। প্রথম ১০ শটের পর তৃতীয় স্থানে থাকেন মনু ভাকের, এরপর সিঙ্গল শট। মনুর পয়েন্ট ১১০.৮ দাঁড়ায়। হাঙ্গেরির ভেরোনিকো মায়োর প্রথম ছিটকে যান পদকের দৌড় থেকে। মনু ক্রমশ উন্নতি করেন, তারপর উঠে আসেন দ্বিতীয় স্থানে। ১৩ শটের পর মনু ১৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মনু।

১৪ নম্বর শটের পর সপ্তম স্থান থেকে ছিটকে যান তুরস্কের ইলাইদা তারহান। ১৪০.৮ পয়েন্ট নিয়ে মনু পিছিয়ে যান তিন নম্বরে। ১৫ শটের পর ১৫০.৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মনু। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী চিনের ঝিয়াং ব়্যাং ছিচকে যান। ১৬ শটের পর মনু ১৬০.৯ পয়েন্ট নিয়ে তিনেই। প্রথম দুটি স্থান দখল করে ছিল কোরিয়ান প্রতিদ্বন্দ্বী। ১৭ শটের পর মনু ১৭১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে, ১৮ শটের পর চিনের লি ইউ ছিটকে যান।

WhatsApp Group Join Now

মনু ভাকের ১৮১.২ পয়েন্ট নিয়ে তিনেই থাকেন। ১৯ নম্বর শটের পর তিন নম্বর জায়গা ধরে রাখেন মনু ভাকের। তাঁর পয়েন্ট ১৯১.৩। চাপের মুখে ২০ নম্বর শটে দুর্দান্ত ১০ পয়েন্ট। তখনই ব্রোঞ্জ নিশ্চিত হয়ে যায় ভারতের। এরপরও সুযোগ ছিল ২১ নম্বর শটে পদকের রং বদলের। ২১ শটের পর দ্বিতীয় স্থানে উঠে আসেন মনু ভাকের। ২১১.৪ পয়েন্ট ছিল তাঁর। এরপর ১০.৩ পয়েন্ট। পয়েন্ট ১-এর পার্থক্যে তৃতীয় স্থানে নেমে যান।

আরও পড়ুন: Durnibar Saha: ছ’মাস পেরোতেই ছেলে ছবি সমাজ মাধ্যমে প্রকাশ করলেন দুর্নিবার, কী নাম রাখলেন সন্তানের?

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।