লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Pipeline Gas: এবার থেকে আর রইল না সিলিন্ডারের ঝামেলা, পাইপলাইনে করে এবার পৌঁছে যাবে রান্নার গ্যাস প্রত্যেকের বাড়ি বাড়ি

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Pipeline Gas: বর্তমানে রান্নার গ্যাস আমাদের সকলের কাছেই ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এখন সব বাড়িতেই রান্না করার জন্য এই রান্নার গ্যাস ব্যবহৃত হয়। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ জুড়ে রান্নার গ্যাস সরবরাহ করার ক্ষেত্রে যে ব্যবস্থা রয়েছে তা হল সিলিন্ডার। প্রত্যন্ত গ্রামেও এখন কাঠ কয়লায় রান্না হয় না। তবে এই সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে অনেকেরই নানারকম সমস্যা তৈরি হয়। গ্যাস শেষ হয়ে গেলে গ্যাস নিয়ে টানাটানি, সিলিন্ডার বদলানোর সমস্যা। এছাড়াও সিলিন্ডার মারফৎ রান্নার গ্যাস সরবরাহ করার কারণে খরচও অনেকটাই বেশি পড়ছে। এই ধরনের সমস্যার সমাধানের জন্য এবার আসছে পাইপলাইনের (Pipeline Gas) মাধ্যমে রান্নার গ্যাস।

এবার সরকারের তরফ থেকে প্রত্যেক বাড়ি বাড়ি পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিকভাবে কলকাতা সহ ৬টি জেলাকে বেছে নেওয়া হয়েছে এই পদ্ধতি অবলম্বনের জন্য। যে সমস্ত এলাকায় সিলিন্ডার গ্যাসের কারণে অধিক খরচা হচ্ছে সেই সকল জেলায় পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করা হলে খরচ অনেকটাই কমে যাবে। এছাড়াও অতিরিক্ত সুরক্ষার দিক দিয়ে অনেকটাই এগিয়ে থাকবে পাইপলাইন গ্যাস।

পাইপ লাইনের (Pipeline Gas) মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করার জন্য গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (GAIL) এবং তাদের সহযোগী সংস্থা বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড (BGCL) ও গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশন লিমিটেড (GCGSCL) প্রাথমিক কাজ শুরু করে দিয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু বাছাই করা জেলাতে এই পদ্ধতি বাস্তবায়িত করা হবে। সেই জেলাগুলি হল, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়া। এই সকল জেলার মোট ৪০টি পৌরসভা এলাকায় পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত করার একটাই উদ্দেশ্য যাতে গ্যাস সিলিন্ডার বয়ে নিয়ে যাওয়ার ঝামেলা আর পোহাতে না হয় আর দ্বিতীয়ত সিলিন্ডারের অতিরিক্ত খরচাও যাতে না হয়।

আরও পড়ুন: Paayel Sarkar: অবশেষে বিয়ের পিঁড়িতে টলি অভিনেত্রী পায়েল সরকার, বিয়ে করেই দেশ ছাড়ছেন অভিনেত্রী

এই পরিকল্পনা যেতে খুব শীঘ্রই বাস্তবে তো করা যায় তার জন্য বেশ কিছু ধাপ এগিয়েছে। প্রথম ধাপে হুগলির মগরার রাজারামবাটি এবং নদীয়ার গয়েশপুরে দুটি গ্যাস সরবরাহ কেন্দ্র তৈরি করা হয়েছে। হুগলির মগরার রাজারামবাটি কেন্দ্র থেকেই দিল্লি রোড হয়ে রান্নার গ্যাস সরবরাহ করার জন্য পাইপ লাইন চলে গিয়েছে হুগলির উলুবেরিয়া পৌরসভায়। দিল্লি রোডের কাছাকাছি হুগলি জেলার অন্যান্য যে সকল পৌরসভা রয়েছে সেগুলিতেও এই পাইপলাইন পৌঁছে দেওয়া হবে। অন্যদিকে নদীয়ার গয়েশপুর কেন্দ্র থেকে উত্তর ২৪ পরগনার বারাকপুর, বারাসাত হয়ে নিউ টাউন, বিধাননগর পাইপ লাইন পাতার পর সেই পাইপলাইন পৌঁছে দেওয়া হবে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর পর্যন্ত।

WhatsApp Group Join Now
About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।