Ekchokho.com 🇮🇳

2022 D.El.Ed Case: প্রাথমিক নিয়োগে বড় সিদ্ধান্ত! ২০২২ D.El.Ed মামলায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়

Updated on:

2022 D.El.Ed Case
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

2022 D.El.Ed Case: একটা সরকারি চাকরি, বিশেষ করে শিক্ষকতার চাকরি, অনেকের কাছে শুধুই জীবিকার উৎস নয়, বরং গর্ব, স্বপ্ন আর সম্মানের জায়গা। বছর বছর প্রার্থীরা টেট (TET) ও D.El.Ed-এর প্রস্তুতি নিয়ে দিন কাটান শুধুমাত্র একটা স্থায়ী জীবনের আশায়। কিন্তু যখন সেই নিয়োগ প্রক্রিয়া নিয়েই তৈরি হয় জট, তখন হতাশা আর ক্ষোভ মিশে যায় প্রতিটি আবেদনকারীর প্রতিক্রিয়ায়। যাঁরা ইতিমধ্যেই চাকরি পেয়েছিলেন, তাঁদের মাথার উপর ঝুলতে থাকে অনিশ্চয়তার খাঁড়া।

2022 D.El.Ed Case Updates

গত কয়েকবছরে রাজ্যের শিক্ষক নিয়োগকে ঘিরে আদালতের দোরগোড়ায় দিন কাটাতে হয়েছে বহু চাকরিপ্রার্থীকে। যাঁরা স্বপ্ন দেখেছিলেন ক্লাসরুমে ঢোকার, তাঁদের অনেকেই আদালতের রিপোর্ট কার্ডের দিকে তাকিয়ে থেকেছেন। ২০১৬ সালের SSC নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) এবং প্রাথমিক শিক্ষকের নিয়োগ নিয়ে একের পর এক মামলা সাধারণ প্রার্থীদের মনে তৈরি করেছিল বিভ্রান্তি, ভয় এবং অসহায়তা। তবে অপেক্ষার অবসান ঘটল বৃহস্পতিবার (4th April), যখন সুপ্রিম কোর্ট (Supreme Court Verdict) দিল বড় রায়।

SSC প্যানেল বাতিল, D.El.Ed মামলায় বড় সিদ্ধান্ত (SSC Panel Cancelled)

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ২০১৬ সালের গোটা SSC প্যানেল বাতিল (SSC 2016 Panel Cancelled) করে দেওয়া হল। এই রায়ে প্রায় ২৬ হাজার চাকরিপ্রার্থী এক ধাক্কায় পড়ে গেলেন বেকারত্বের তালিকায়। গতবছর কলকাতা হাইকোর্ট (Calcutta High Court Verdict) এই বিষয়ে রায় দিলেও, এখন সেই রায়কেই সমর্থন করল দেশের সর্বোচ্চ আদালত। গ্রুপ C, গ্রুপ D, নবম-দশম ও একাদশ-দ্বাদশ স্তরের সমস্ত নিয়োগ বাতিল করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কার্যত নতুন করে শুরু করার মুখে দাঁড়িয়ে। অন্যদিকে, এই রায়ের পাশাপাশি দেশের সর্বোচ্চ আদালত দিল আরও একটি বড় নির্দেশ। ২০২২ সালের D.El.Ed মামলায় (2022 D.El.Ed Case Verdict) সুপ্রিম কোর্ট জানায়, যাঁরা নিয়োগের সময় D.El.Ed পাশ করেননি, তাঁরাও এবার প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ (Primary Teacher Recruitment) পেতে পারেন।

2022 Recruitment Process নিয়ে সুখবর, নিয়োগে ফিরছে গতি (D.El.Ed Students Win)

২০২২ সালে প্রাথমিকে মোট ১১,৭৬৫টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি (Primary Vacancy 2022) প্রকাশ করেছিল পর্ষদ। তখন বলা হয়েছিল, শুধুমাত্র প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণরত D.El.Ed প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এই সিদ্ধান্ত ঘিরেই মামলার সূত্রপাত, যা পরবর্তীতে পৌঁছে যায় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের রায়ে ৯৫৩৩ জন ইতিমধ্যে চাকরিতে যোগ দিয়েছেন। কিন্তু বাকি ২২৩২টি পদে (2232 Vacancies) কাদের অগ্রাধিকার পাওয়া উচিত, সেই প্রশ্ন ঘিরে তৈরি হয় নতুন জট। শেষমেশ, বিচারপতি পি এস নরসিমহার (Justice PS Narasimha) বেঞ্চ জানিয়ে দেয়, ২০২২ সালে যাঁরা ডিএলএড পাশ করেননি কিন্তু নিয়োগে অংশ নিয়েছিলেন, তাঁরাও চাকরিতে যোগ দিতে পারবেন। এর ফলে অবশিষ্ট ২২৩২টি পদে খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

দুর্নীতির পর্যবেক্ষণে শীর্ষ আদালত, পুরনো চাকরি ফিরে পাওয়ার সুযোগ (Corruption Observations & Reappointment)

গতকালের রায়ে সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, যাঁরা আগে অন্য সরকারি চাকরি ছেড়ে এসএসসির চাকরিতে যোগ দিয়েছিলেন, তাঁদের আবার পুরনো দপ্তরে ফেরার সুযোগ থাকবে। আগামী তিন মাসের মধ্যে তাঁরা আবেদন করতে পারবেন, এবং শূন্যপদ পূরণে তৎপর হতে হবে সরকারকে।

শুধু তাই নয়, ক্যাবিনেটের বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত হাইকোর্টের নির্দেশও বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন, “নিয়োগে দুর্নীতি হয়েছে। যোগ্য-অযোগ্যদের আলাদা করা কঠিন। তবে নির্দোষরা ফের আবেদন করতে পারবেন।” এই রায়ের মাধ্যমে প্রাথমিক চাকরিপ্রার্থীদের একটা বড় অংশ স্বস্তির নিঃশ্বাস ফেললেও, SSC প্রার্থীদের হতাশা আরও গভীর হলো। প্রাথমিকের নতুন নিয়োগ (Primary Teacher Fresh Recruitment) ও আদালতের পর্যবেক্ষণ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকেও উত্তপ্ত করে তুলতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: Panchayat Season 4: অপেক্ষার অবসান! পঞ্চায়েত সিজন ৪-এর রিলিজ ডেট জানিয়ে দিল নির্মাতারা, জেনে নিন কবে দেখা যাবে?